সর্বজনীন উৎসব

কাঞ্চন দাশ | শুক্রবার , ১৪ এপ্রিল, ২০২৩ at ৫:০৫ পূর্বাহ্ণ

ক্যালেন্ডারের নতুন পাতায় যুক্ত হলো আরেকটি নতুন বছর। আবারও সে প্রাণের ছোয়ায় নতুনত্বের ছন্দে মৌ মৌ গন্ধে নতুন ভোরের সূর্যের আলোয় জরাজীর্ণ পুরাতন সবকিছু ভেসে যাক, ‘মুছে যাক গ্লানি’ এভাবে বিদায়ী সূর্যের কাছে এ আহ্বান জানায় সকলে। ভোরের প্রথম আলো রাঙিয়ে দেবে নতুন স্বপ্ন, প্রত্যাশা আর সম্ভাবনাকে।

জাতিধর্মবর্ণ, নির্বিশেষে সব মানুষ, সব বাঙালি সকল সংকীর্ণতার উর্ধ্বে উঠে সমগ্র জাতি একই হৃদয়াবেগে একটি মোহনায় মিলিত হয়ে পালন করে এই সর্বজনীন উৎসব। বাঙালির প্রাণের উৎসব ও মিলন মেলার এক আবাসস্থল হলো পহেলা বৈশাখ। নববর্ষ বিদায়ী বছরের গ্লানি মুছে দিয়ে বাঙালি জীবনে ওড়ায় নতুনের কেতন, চেতনায় বাজায় মহামিলনের সুর। সব ভেদাভেদ ভুলে সব বাঙালিকে দাঁড় করায় এক সমপ্রীতির মোহনায়। অসামপ্রদায়িক মানবিক চেতনার মূলে রয়েছে এ বাংলা নববর্ষ অর্থাৎ পহেলা বৈশাখ।

পূর্ববর্তী নিবন্ধশামসুজ্জামান খান: লোকসাহিত্য ও সংস্কৃতি গবেষক
পরবর্তী নিবন্ধবিলুপ্তির পথে বৈ-সা-বি’র বিঝু ফুল