সরকারী কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সভা

| সোমবার , ১১ অক্টোবর, ২০২১ at ১০:৫৮ পূর্বাহ্ণ

সরকারী কমার্স কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কার্য-নির্বাহী পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল ১০ অক্টোবর আজাদী ভবনস্থ সমিতির অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সমিতির সভাপতি ও দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক। সভার শুরুতে করোনাকালীন সমিতির যে সকল আজীবন সদস্য ও প্রাক্তন ছাত্র ইন্তেকাল করেছেন তাঁদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। সভায় বিগত সভার কার্যবিবরণী পেশ এবং বিগত বছরের আয়-ব্যয়ের হিসাব অনুমোদন করা হয়।
এ সময় আগামী ২০২২-২০২৪ বর্ষের জন্য কার্যকরী পরিষদের সভাপতি পদে দৈনিক আজাদী সম্পাদক এম এ মালেক, সিনিয়র সহ-সভাপতি পদে লায়ন এম. শামশুল হক এবং সাধারণ সম্পাদক পদে তৈয়ুবুর রহমানকে সর্বসম্মতভাবে নির্বাচিত করা হয় এবং আগামী নভেম্বর মাসের মধ্যে ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়। এ সময় সমিতির সাধারণ সম্পাদক তৈয়ুবুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন লায়ন এম. শামসুল হক, মো. আবুল হাশেম, নরুল আমিন খান, মো. খায়রুল বশর, অধ্যাপক দীলিপ কান্তি দাশ, আবু জাফর, আ.ন.ম ওয়াহিদ দুলাল, মো. রাশেদুল আমীন, হাসান মুরাদ বিপ্লব, মো. হারুন ইউসুফ, তাজুল ইসলাম, চৌধুরী শামীম মোস্তফা, নাজমুল হক ডিউক, আবদুল জব্বার, মোহসেন আলী মোহসিন, মাখন লাল দাশ, মাঈনুল ইসলাম চৌধুরী, ফরিদ আহম্মদ, মফিজ উদ্দিন আহম্মদ, আবদুল মতিন চৌধুরী, হুমায়ুন কবির ঢালী, নওশাদ আলম চৌধুরী, আমান উল্লাহ আল কাদের, সৌরভ বড়ুয়া রাসেল, সাইফুল আলম খান, সৈয়দ মোহাম্মদ খালেদ, জিয়া উদ্দিন আসিফ, মনোরঞ্জন সাহা, মাহমুদ হাসান খান জগলুল, বিলকিস বানু পলি, গোপাল পাল, রঞ্জন কান্তি দে, শাহরিয়ার মাহমুদ খান, শামীম জামিল, হামিদুর রহমান, ইয়াসির আরাফাত, নাসরিন নাহার রুনা ও এহতেশাম রিশতা প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগবেষণায় মনোযোগ বাড়ানোর আহ্বান
পরবর্তী নিবন্ধজটিল রোগে আক্রান্ত নির্বাচন কমিশন : ইসি মাহবুব