সম্প্রীতিবোধ প্রতিষ্ঠাই মহানবীর (দ.) নির্দেশনা

আনজুমান ট্রাস্টের কনফারেন্সের দ্বিতীয় দিনে বক্তারা

| শনিবার , ১ অক্টোবর, ২০২২ at ১১:৩৪ পূর্বাহ্ণ

জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবীর (দ.) ৫০ বছর উপলক্ষে আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের আয়োজনে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় ষোলশহর আলমগীর খানকাহ কাদেরিয়া সৈয়্যদিয়া তৈয়্যবিয়ায় ১২ দিনব্যাপী রাহমাতুল্লিল আলামিন কনফারেন্সের গত বুধবার দ্বিতীয় দিনে উলামায়ে কেরাম ও আলোচকরা বলেছেন, দেশে দেশে ঐক্য, শান্তি প্রতিষ্ঠা এবং জাতিতে জাতিতে মিলন ও সম্প্রীতিবোধ গড়ে তোলাই মহানবীর (দ) শিক্ষা ও নির্দেশনা। কনফারেন্সে সভাপতিত্ব করেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট সেক্রেটারি জেনারেল মুহাম্মদ আনোয়ার হোসেন। উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মহসিন।
প্রধান আলোচক ছিলেন আল-আমিন বারীয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা ইসমাঈল নোমানি। আলোচক ছিলেন মাওলানা আবুল হাশেম শাহ, মাওলানা সেকান্দর হোসাইন আলকাদেরী। মাওলানা আয়ায হাসান নুগায়েরের সঞ্চালনায় আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট ও গাউসিয়া কমিটির কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন মুহাম্মদ শামসুদ্দিন, মুহাম্মদ গিয়াস উদ্দিন শাকের, মুহাম্মদ এনামুল হক বাচ্চু, কমর উদ্দিন সবুর, পেয়ার মোহাম্মদ কমিশনার, এডভোকেট মোছাহেব উদ্দিন বখতেয়ার, মনোয়ার হোসেন মুন্না সহ কেন্দ্রীয়, মহানগর ও জেলা গাউসিয়া কমিটির কর্মকর্তা। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধমোহরা এটিএস ক্লিনিকের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী
পরবর্তী নিবন্ধসিএনজিকে লরির ধাক্কা, কাউখালীতে শিশুর মৃত্যু