সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন ডি ভিলিয়ার্স

| শনিবার , ২০ নভেম্বর, ২০২১ at ৮:৪৭ পূর্বাহ্ণ

সব ধরনের ক্রিকেটকে বিদায় বলে দিলেন এবি ডি ভিলিয়ার্স। গতকাল শুক্রবার এক টুইট বার্তায় খবরটি নিজেই নিশ্চিত করেছেন এই তারকা ব্যাটার। এরই সঙ্গে আইপিএলের দল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরের সাথে ১০টি মৌসুমের সম্পর্ক শেষ হলো ডি ভিলিয়ার্সের। এর আগে ২০১১ সালে দলটির সঙ্গে যুক্ত হয়েছিলেন তিনি। এসময় ১৫৬ ম্যাচ খেলে ৪৪৯১ রান করেছেন। দলটির সাবেক অধিনায়ক বিরাট কোহলির পর যা দ্বিতীয় সর্বোচ্চ। এর আগে অবশ্য আইপিএলের আরেক দল দিল্লি ডেয়ারডেভিলসের সঙ্গে খেলেছিলেন এই ডানহাতি। তিনি আসরটিতে মোট ১৮৪ ম্যাচে ৫১৬২ রান করেছেন। যা টুর্নামেন্টের ষষ্ঠ সর্বোচ্চ। ২০১৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে ১৩৩ রানে অপরাজিত ইনিংসটি তার সেরা। ২০১৮ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলে দেন ডি ভিলিয়ার্স।

পূর্ববর্তী নিবন্ধএকাডেমি কাপ ফুটবলের ফাইনালে আনোয়ারা
পরবর্তী নিবন্ধসিজেকেএস ১ম বিভাগ হকি লিগ আজ শুরু