মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলা। চট্টগ্রামের সাথে যোগাযোগের একমাত্র পথ কুমিরা ( সীতাকুণ্ড) হতে সন্দ্বীপ নদী পথ। এ রুটে ইওডঞঈ্থর একটা জাহাজ নিয়মিত ভাবে চলাচল করে। এর বাইরে জেলা পরিষদ থেকে ইজারা নিয়ে যাত্রী পারাপার করা হয়। গত ২৮ জুন জাহাজের ২ ট্রিপ দেয়ার কথা থাকলেও দুপুর দুইটায় জাহাজ না চলার ঘোষণা দেয় কর্তৃপক্ষ। এতে যাত্রীরা বিক্ষুব্ধ হয়ে উঠলে ঘাটের ইজারাদাররা ৯ জন নিরীহ মানুষকে ধরে মামলা দিয়ে ঈদের দিন আদালতে চালান করে।
এ ঘটনায় অ্যাডভোকেট আকবর মাহমুদ বাবরসহ সন্দ্বীপের আরও ৩ জন আইনজীবী আদালতে জামিন দরখাস্ত দিলে আসামিদের জামিনে মুক্তি দেন আদালত।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) জেলা শাখার সভাপতি অধ্যাপক অশোক সাহা ও সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর অবিলম্বে এই নিরীহ মানুষকে মামলার দায় থেকে মুক্তি দিতে, সন্দ্বীপের মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে এবং লুটপাটের সিন্ডিকেট থেকে সন্দ্বীপের যাত্রীদের মুক্তি দিতে এক বিবৃতিতে দাবি জানিয়েছেন। প্রেস বিজ্ঞপ্তি।