সত্য অনুশীলনের মাধ্যমে প্রকৃত ধার্মিক হওয়া যায় : এমপি সনি

| মঙ্গলবার , ২০ সেপ্টেম্বর, ২০২২ at ৬:০০ পূর্বাহ্ণ

পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এমপি বলেছেন, আত্মনিষ্ঠাই মুক্তির পথ। সত্যের মতো পবিত্র আর কিছুই নেই। সত্য অনুশীলনের মাধ্যমে প্রকৃত ধার্মিক হওয়া যায়। তিনি গত ১৭ সেপ্টেম্বর ফটিকছড়ির পাইন্দং রক্ষাকালী মন্দির উন্নয়ন ও পূজা উদ্‌যাপন পরিষদের ধর্মসভায় প্রধান অতিথির বক্তব্যে এ সব কথা বলেন। হাইদচকিয়া বলরাম যুব কল্যাণ সংঘের সভাপতি অশোক কুমার দে’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য আখতার উদ্দীন মাহমুদ পারভেজ। পরিষদের সাধারণ সম্পাদক উজ্জ্বল দে’র সঞ্চালনায় অতিথি ছিলেন চেয়ারম্যান একেএম সরোয়ার হোসেন স্বপন, লায়ন বরুণ কুমার আচার্য, তপন রাহা চৌধুরী, জামাল উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন গৌতম সেবক বড়ুয়া, সুন্দরপুর ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ রেজাউল করিম, সুমন কুমার বণিক, রঞ্জন বড়ুয়া, মাস্টার দেবাশীষ দেব, নেপাল কান্তি দাশ। শেষে পাল্টাকীর্তন পরিবেশন করেন কবিয়াল ঝিনুক সরকার ও কবিয়াল সুমন কিশোর নাথ। কর্মসূচির মধ্যে ছিল পূজা-অর্চনা, গীতাপাঠ প্রতিযোগিতা, সন্ধ্যারতি, পুরস্কার বিতরণ, মহাপ্রসাদ বিতরণ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাংলাবাজার ডেবারপাড় আবাসিক কল্যাণ সমিতির সভা
পরবর্তী নিবন্ধরেলওয়ে এক্সেসরিজ সাপ্লাইয়ার্স এসোর বার্ষিক সাধারণ সভা