শেষ বয়সে এসে চলচ্চিত্রে বিভাজন দেখতে চাই না

| শুক্রবার , ২৮ জানুয়ারি, ২০২২ at ৮:১৮ পূর্বাহ্ণ

বাংলা সিনেমায় মমতাময়ী মায়ের চরিত্রে অনবদ্য অভিনয় করে দর্শকদের মাঝে স্মরণীয় হয়ে রয়েছেন আনোয়ারা। এই বর্ষীয়ান অভিনেত্রী আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে মিশাজায়েদ পরিষদের প্রতি অকুণ্ঠ সমর্থন দিতে প্যানেল পরিচিত অনুষ্ঠানে হাজির হয়েছিলেন। দীর্ঘদিন পর এই অভিনেত্রী চলচ্চিত্রের অনুষ্ঠানে উপস্থিত হন। সব মিলিয়ে কেমন আছেন তিনি? আনোয়ারা বলেন, আল্লাহপাক ভালোই রেখেছেন।

বয়স হয়েছে ঝুঁকিও বেশি, তাই নিয়ম করেই চলেছি। আর দীর্ঘদিন অভিনয়ের তেমন ব্যস্ততা নেই তাই মনটাও ছটফট করতো। খুব মনে পড়তো সমসাময়িক আমাদের সহশিল্পীদের কথা।

২৮ জানুয়ারি আমাদের শিল্পী পরিবারের মিলনমেলা হবে বলেই মনে করি। তবে কাঞ্চননিপুণ পরিষদের নির্বাচনী সঙ্গীতের কথায় আমি কষ্ট পেয়েছি। সেটি হলো ‘টাকা দিয়ে ভোট কেনার দিন শেষ’। সত্যিই কি বিগত দিনে আমাদের যেসব মুরুব্বি শিল্পীরা চলচ্চিত্র শিল্পী সমিতির পদ অলংকৃত করেছিলেন উনারা টাকার বিনিময়ে ভোট কিনেছিলেন? আমরা এমন কোনো আচরন করবো না যাতে জাতির কাছে শিল্পী হিসেবে আমাদের মাথা নিচু হয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধনতুন সিনেমার জন্য ১০০ কোটি পারিশ্রমিক নেবেন প্রভাস
পরবর্তী নিবন্ধহাসপাতালে পরীমনি