শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ

নগর আ.লীগের আলোচনা সভায় নাছির

আজাদী প্রতিবেদন | শনিবার , ২৬ মার্চ, ২০২২ at ৭:৩৮ পূর্বাহ্ণ

মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ৫১তম স্বাধীনতা দিবস পালন উপলক্ষে আলোচনা সভায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেছেন, একমাত্র বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিচক্ষণ নেতৃত্ব ও নিদের্শনায় স্বাধীন বাঙালি জাতিসত্তার অভ্যুদয় ঘটে। বঙ্গবন্ধুকে পাক-মার্কিন নীলনক্সা অনুযায়ী হত্যার পর দীর্ঘ একুশ বছর বাঙালি জাতিসত্তাকে ছিন্ন বিচ্ছিন্ন করার অপচেষ্টা হয়। বঙ্গবন্ধুকন্যা টানা ১৩ বছর ক্ষমতায় থেকে বাংলাদেশকে যে উচ্চতায় উন্নীত করেছেন তা অনেকের কাছে ঈর্ষণীয়, তাই নানাভাবে ষড়যন্ত্র চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ মধ্যম আয়ের দেশ। গতকাল শুক্রবার মহানগর আওয়ামী লীগের উদ্যোগে স্বাধীনতা দিবস উপলক্ষে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভাপতির বক্তব্যে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেছেন, নিত্য পণ্য মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২৮ মার্চ হরতাল আহ্বানকারীদের উদ্দেশ্যে বলেন, হরতালের নামে অরাজকতা সৃষ্টিকারীদের অসৎ উদ্দেশ্য আওয়ামী লীগ অবশ্যই প্রতিহত করবে। নোমান আল মাহমুদের সঞ্চালনায় সভায় আরো বক্তব্য দেন, খোরশেদ আলম সুজন, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, বদিউল আলম, শেখ মোহাম্মদ ইসহাক, শফিক আদনান, শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মশিউর রহমান চৌধুরী, হাজী বেলাল আহমদ, আনসারুল হক, মো. এরশাদ উল্লাহ প্রমুখ। আজ স্বাধীনতা দিবস উপলক্ষে সকালে দারুল ফজল মার্কেটে দলীয় নেতাকর্মীদের জমায়েত জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৯টায় দারুল ফজল মার্কেট জামে মসজিদে খতমে কোরআন শেষে বড়পোল মোড়স্থ বঙ্গবন্ধুর ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হবে।

পূর্ববর্তী নিবন্ধআ. লীগ সরকারের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না
পরবর্তী নিবন্ধমধ্যরাতে কেয়ারটেকারকে তুলে নিয়ে মারধর