শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের অভিযাত্রা ধরে রাখতে হবে

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা

| মঙ্গলবার , ৮ নভেম্বর, ২০২২ at ১০:০৩ পূর্বাহ্ণ

বঙ্গবন্ধু পরিষদের আলোচনা সভায় বক্তারা বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক চক্র ১৫ আগস্টের বঙ্গবন্ধু হত্যার ধারাবাহিকতায় জাতীয় চারনেতাকে জেলখানায় নৃশংসভাবে হত্যা করে। এই হত্যাকাণ্ডের মাধ্যমে ঘৃণ্য প্রতি বিপ্লবের নীল নকশা কর্মসূচি বাস্তাবায়ন করেছে। একুশে আগস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার প্রচেষ্টা ঘটনাও সেই ধারাবাহিকতার অংশ। শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন ও গণতন্ত্রের অভিযাত্রা ধরে রাখতে হবে।

চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে গত ৪ নভেম্বর জেলা শাখার উদ্যোগে আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। সংগঠনের সভাপতি অধ্যাপিকা বেগম সৈয়দা তাহেরা সভায় সভাপতিত্ব করেন।

অধ্যক্ষ কফিল উদ্দিন চৌধুরীর সঞ্চালনায় সভায় বক্তব্য দেন, সাধারণ সম্পাদক ডা. মো. আইয়ুবুর রহমান, প্রফেসর ড. মো. সেকান্দর চৌধুরী, অ্যাড. রতন কুমার রায়, প্রফেসর ড. মো. ফরিদুল আলম, ড. মোহাম্মদ শেখ সাদী, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবন্দী জিয়া কীভাবে অভ্যুত্থানের নায়ক হয়, প্রশ্ন জাসদ নেতৃবৃন্দের
পরবর্তী নিবন্ধবিএসইসির পুরস্কার পেয়েছে ইউসিবি ইনভেস্টমেন্ট