শেখ হাসিনার জন্যই বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে

চবিতে আলোচনা সভায় উপাচার্য

| রবিবার , ১ অক্টোবর, ২০২৩ at ৫:২৭ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৭ তম জন্মদিন উপলক্ষে চবি প্রশাসনের উদ্যোগে গত ২৮ সেপ্টেম্বর উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার। বিশেষ অতিথি ছিলেন উপউপাচার্য (একাডেমিক) প্রফেসর বেনু কুমার দে। সভাপতিত্ব করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নুর আহমদ। সভা সঞ্চালনা করেন সহকারী প্রক্টর অরূপ

বড়ুয়া।উপাচার্য বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত না হলে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে ঈর্ষনীয় সাফল্য অর্জন করতে পারতো না। তিনি বলেন, প্রধানমন্ত্রীর মেধামনন, সততা, নিষ্ঠা, যোগ্যতা, প্রাজ্ঞতা, দক্ষতা, সৃজনশীলতা, গণতান্ত্রিক দৃষ্টিভঙ্গী ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। তিনি প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও উত্তরোত্তর সাফল্য কামনা করেন। এ উপলক্ষে দোয়া মাহফিল ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোহাম্মদ জাকারিয়া। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধওয়েল পার্ক রেসিডেন্সে বিশ্ব পর্যটন দিবসের সভা
পরবর্তী নিবন্ধকাগতিয়া মাদরাসায় পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.) উদযাপন