শিশুদের বই পড়ার প্রতি উৎসাহিত করে তুলুন

মুহাম্মদ বাবুল হক বাবর | রবিবার , ২৪ জানুয়ারি, ২০২১ at ৭:৪৪ পূর্বাহ্ণ

সারা বিশ্বে মহামারিতে করুণ অবস্থা বিরাজ করছে। অনেক দিন থেকেই দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। প্রাতিষ্ঠানিক শিক্ষা থেকে বঞ্চিত শিক্ষার্থীদের কথা ভেবে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ডিজিটাল পদ্ধতিকে কাজে লাগিয়ে ইন্টারনেট ভিত্তিক অনলাইন ক্লাস নেওয়ার উদ্যোগ গ্রহণ করে। দেশের এই ক্রান্তিকালে ছাত্রছাত্রীদের লেখাপড়ার ক্ষতি পুষিয়ে নেয়ার জন্য এমন উদ্যোগ গ্রহণ করা ছাড়া অন্য কোন উপায় ছিল না। অনলাইন ক্লাসের নামে বাড়িতে ইন্টারনেট সংযোগ থাকায় অবুঝ শিশুরা সারাক্ষণ স্মাটফোন নিয়ে পড়ে থাকে। বইয়ের সাথে যোগাযোগ নেই বললেই চলে। অনেক মা বাবা ছাত্রছাত্রীদের সময় দিতে চান না, ফলে বড়দের চোখকে ফাঁকি দিয়ে তারা ভিডিও গেম সহ নানা অ্যাপে ঢুকে পড়ে। এতে ছাত্রছাত্রীদের বিরাট একটি অংশ স্মাটফোনের প্রতি আসক্তি হয়ে পড়ছে। অনেকে অকালে নানা ধরনের শারীরিক সমস্যায় ভুগছে। এ ভয়াবহ পরিস্থিতি থেকে মুক্তি পেতে মা বাবা সহ পরিবারের সকলের উচিত শিশুদের সাথে সময় কাটানোর পাশাপাশি তাদেরকে বই পড়ার প্রতি উৎসাহিত করে তোলা।

পূর্ববর্তী নিবন্ধলাল চিনি ক্রয় করুন
পরবর্তী নিবন্ধআম্মা