শিল্পকলা একাডেমির আয়োজনে নবান্নের অনুষ্ঠান

| বুধবার , ১৭ নভেম্বর, ২০২১ at ১১:২৫ পূর্বাহ্ণ

হেমন্ত বাংলার প্রকৃতি ও জীবনধারায় যোগ করে এক অসাধারণ মাত্রা। নতুন ফসলের আগমনে প্রকৃতি সাজে বর্ণিল রূপে। নতুন ফসল প্রতিটি ঘরে ঘরে নিয়ে আসে নতুন আশা ও নতুন উদ্দীপনা। শুরু হয় নানা পালাপার্বণ। গ্রাম বাংলার এ উৎসব আমাদের নগরকেন্দ্রিক সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েছে। বাঙালির অন্যতম এ অসামপ্রদায়িক উৎসব এখন রূপ লাভ করেছে ধর্ম-বর্ণ নির্বিশেষে সার্বজনীন উৎসবে। চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি আয়োজিত নবান্ন উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ‘নব আনন্দে নবান্ন ’ অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মু. মাহমুদ উল্লাহ মারুফ প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি জাহাঙ্গীর কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার মো. মোসলেম উদ্দিন, শিল্পী মো. মোস্তফা কামাল। অনু্‌ষ্ঠান সঞ্চালনায় ছিলেন আবৃত্তিশিল্পী ফারুক তাহের। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্মস্থলে যাচ্ছে না নালায় নিখোঁজ সালেহ আহমেদের ছেলে মহিম
পরবর্তী নিবন্ধঘাটফরহাদবেগ কবরস্থানের উন্নয়ন কাজ উদ্বোধন