শিমুল মুস্তাফার আবৃত্তিতে মুগ্ধ শ্রোতা

| রবিবার , ৮ অক্টোবর, ২০২৩ at ১০:০৫ পূর্বাহ্ণ

দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফার একক আবৃত্তির মধ্য দিয়ে শেষ হলো বাচিক শিল্প চর্চা কেন্দ্র ‘তারুণ্যের উচ্ছ্বাস’ আয়োজিত ৩ দিনের কবিতা উৎসব। গতকাল শনিবার শিল্পকলা মুক্তমঞ্চে আয়োজন শুরু হয় তারুণ্যের উচ্ছ্বাস সদস্যদের একক পরিবেশনার মধ্য দিয়ে। এ পর্বে অংশ নেন আবৃত্তিশিল্পী রত্না চৌধুরী, অপর্ণা দাশগুপ্তা, কামরুন নাহার আক্তার, জুয়েনা আফসানা রাত্রি বিশ্বাস, শারমিন মুস্তারী নাজু, লাকী দেবী, তন্বী ঘোষ নন্দী, পুনম নাথ, ইভা চৌধুরী, সুষ্মিতা দাশ, চিংকু রানী শীল, রুম্পা বিশ্বাস, বর্ণ সরকার অঝর চৌধুরী, ভূবন দাশ ত্রয়ী, দ্বেবদীপ কান্তি দাশ, পুনম নাথ, অর্পিতা দাশগুপ্তা সুমি বিশ্বাস, নিলয় পাল, মোহাম্মদ মুফরাত হোসাইন, সোহেল রানা, নুর হাসি তাহসির আরাফাত, নিশিতা সেনগুপ্তা, ঊর্মি নন্দী, শারমিন সুলতানা। এরপর আবৃত্তি করেন ঢাকার বৈকুন্ঠ আবৃত্তি একাডেমির সদস্য আবৃত্তিশিল্পী অলি আহমদ এবং রাজিয়া জামান নাফিসা।

শেষে মঞ্চে আসেন দেশের জনপ্রিয় আবৃত্তিশিল্পী শিমুল মুস্তাফা। ‘আপোস করিনি কখনোই আমি এই হলো ইতিহাস’ শিরোনামের আয়োজনে অতিথি ছিলেন বারকোড রেস্টুরেন্ট গ্রুপের পরিচালক মঞ্জুরুল হক। তারুণ্যের উচ্ছ্বাসের তিনদিনব্যাপী আয়োজনের সহযোগিতায় রয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, টাইটেল স্পন্সর রয়েছে ইস্পাহানী টি লিমিটেড এবং কো স্পন্সর রয়েছে ম্যাঙ গ্রুপ, এসকেএফ ফার্মাসিউটিক্যালস ও বারকোড রেস্টুরেন্ট গ্রুপ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধগণজাগরণের পালাগান ‘নারী-পুরুষ’
পরবর্তী নিবন্ধ‘ওয়ান ইলেভেন’-এ আফজালের সঙ্গে স্বস্তিকা