শিক্ষার মান উন্নয়নে সরকার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে

কালীপুরে হাকিম মিঞা শাহ মাদ্রাসার শিক্ষাভবন উদ্বোধনকালে এমপি মোস্তাফিজ

বাঁশখালী প্রতিনিধি | রবিবার , ১৯ ফেব্রুয়ারি, ২০২৩ at ৮:১২ পূর্বাহ্ণ

বাঁশখালীর কালীপুর পালেগ্রাম হাকিম মিঞা শাহ (রহ.) সিনিয়র আলিম মাদ্রাসার নতুন ভবনের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মোস্তাফিজুর রহমান চৌধুরী এমপি বলেছেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছে। তারই ধারাবাহিকতায় আজ সাড়ে চার কোটি ব্যয়ে এই মাদ্রাসা

 

ভবনের নির্মাণ করা হয়েছে। যা শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গতকাল শনিবার কালীপুর পালেগ্রাম হাকিম মিঞা শাহ (রহ.) সিনিয়র আলিম মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি ও কালীপুর ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট আ ন ম শাহাদত আলম উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন, মাদ্রাসার

অধ্যক্ষ মাওলানা সৈয়দ জসীম উদ্দিন তৈয়বী। শুভেচ্ছা বক্তব্য দেন, সাবেক অধ্যক্ষ মাওলানা মীর আহমদ আনচারী। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক আবদুল গফুর, মহিউদ্দিন চৌধুরী খোকা, চাম্বল ইউপি চেয়ারম্যান মুজিবুল হক চৌধুরী, দক্ষিণ জেলা যুবলীগের

সাংগঠনিক সম্পাদক আ ন ম ফরহাদুল আলম প্রমুখ। মাদ্রাসার শিক্ষক আবু নোমানের পরিচালায় এ সময় উপস্থিত ছিলেন জসীম উদ্দিন, জুবাইর জসীম, ডা. আবদুল আজিজ, জাহাঙ্গীর আলম প্রমুখ। এ সময় ২২ ভূমিদাতাকে সম্মাননা প্রদান করা হয় ।

পূর্ববর্তী নিবন্ধচসিকের উদ্যোগ শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধকনস্ট্রাকশন উড লেবার ফেডারেশনের অভিষেক অনুষ্ঠান