শিক্ষার মানোন্নয়নে কাজ করছে সরকার

রাঙামাটিতে দীপংকর তালুকদার এমপি

রাঙামাটি প্রতিনিধি | রবিবার , ২৮ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:৫৪ অপরাহ্ণ

শত বাধার মুখেও পার্বত্য চট্টগ্রামে শিক্ষার মানোন্নয়নে প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার কাজ করে যাচ্ছে বলে মন্তব্য করেছেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি।
তিনি বলেন, পার্বত্য শান্তি চুক্তি বাস্তবায়নের অংশ হিসাবে রাঙামাটি মেডিকেল কলেজ ও বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপন করা হয়েছে। কিন্ত পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি শিক্ষার বাস্তবায়নে বাধা দিচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
গতকাল শনিবার রাঙামাটি কাঠালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবনের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে রাঙামাটি জেলা পরিষদ সদস্য প্রিয়নন্দ চাকমা, এলজিইডির সহকারী প্রকৌশলী রনি সাহা, রাঙামাটি পৌরসভার প্যানেল মেয়র জামাল উদ্দিন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক বদিউল আলম সহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। রাঙামাটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের অর্থায়নে ৬১ লক্ষ টাকা ব্যায়ে এ ভবন নির্মাণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধছাত্রদল নেতাকে গ্রেপ্তারে বিএনপি নেতাদের নিন্দা
পরবর্তী নিবন্ধড. জামাল নজরুল ইসলামকে স্মরণ