শিক্ষার গুণগত মানোন্নয়নে প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মাউশির সভা

আজাদী প্রতিবেদন | শনিবার , ১২ নভেম্বর, ২০২২ at ৯:১১ পূর্বাহ্ণ

চট্টগ্রাম অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের নিয়ে মতবিনিময় সভা করেছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর (মাউশি)। গতকাল দুপুরে চট্টগ্রাম কলেজ অডিটরিয়ামে ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন মাউশির মহাপরিচালক অধ্যাপক নেহাল আহমেদ। মাউশি চট্টগ্রাম অঞ্চলের পরিচালক প্রফেসর হোসাইন আহমেদ আরিফ ইলাহীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাউশির পরিচালক (কলেজ ও প্রশাসন) প্রফেসর মো. শাহেদুল খবির চৌধুরী, চট্টগ্রাম শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মুস্তফা কামরুল আখতার, চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মোজাহেদুল ইসলাম চৌধুরী, মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক (কলেজ) ড. গাজী গোলাম মাওলা ও মাউশি চট্টগ্রাম অঞ্চলের উপপরিচালক (মাধ্যমিক) দেবব্রত দাশ। মতবিনিময় সভায় চট্টগ্রাম অঞ্চলের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেন। এর আগে সকালে রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের জিটুপি পদ্ধতিতে বৃত্তির অর্থ প্রেরণে করণীয় বিষয়ক এক কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় মাউশির মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ প্রধান অতিথি ছিলেন।

পূর্ববর্তী নিবন্ধসবকিছুর ঊর্ধ্বে দেশের স্বার্থকে প্রাধান্য দিতে হবে
পরবর্তী নিবন্ধখাতুনগঞ্জে নিহত শ্রমিকের পরিবারকে আর্থিক সহায়তা