শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে

জঙ্গলখাইনে সংবর্ধনা সভায় হুইপ সামশুল

পটিয়া প্রতিনিধি | বৃহস্পতিবার , ২ জুন, ২০২২ at ৪:৩৫ পূর্বাহ্ণ

জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি বলেছেন, শুধু শিক্ষা গ্রহণ করলে হবে না। প্রতিটি শিক্ষার্থীকে সুশিক্ষায় শিক্ষিত হতে হবে। তা নাহলে শিক্ষার্থীরা দেশপ্রেম ও দেশের প্রকৃত সেবক হিসেবে নিজেকে যোগ্য করে তুলতে পারবেনা। তিনি গত মঙ্গলবার পটিয়ার জঙ্গলখাইন ইউনিয়ন কৃষি স্কুল এন্ড কলেজে হুইপের সংবর্ধনা, একাদশ শ্রেনির শিক্ষার্থীদের বরন এবং এস.এস.সি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, বর্তমানে নারীরা শিক্ষা ও নানা ক্ষেত্রে এগিয়ে যাচ্ছে। সরকার দেশে শিক্ষার উন্নয়নের পাশাপাশি নারী শিক্ষাকে অগ্রাধিকার দিচ্ছে। এ সুযোগ নারীদের কাজে লাগাতে হবে। গভর্নিং বডির সভাপতি পটিয়া উপজেলা চেয়ারম্যান মোতাহেরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আতিকুল মামুন, মহিলা ভাইস চেয়ারম্যান মাজেদা বেগম শিরু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাইনুদ্দিন মজুমদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু আহমদ, জঙ্গলখাইন ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সবুজ, সাবেক চেয়ারম্যান শাহাদাত হোসেন ফরিদ, আলমগীর খালেদ, ইউনিয়ন আ.লীগ সভাপতি অসিত বড়ুয়া, সাধারণ সম্পাদক মর্তুজা কামাল, অধ্যক্ষ মো.ইসমাইল, সাইফুল ইসলাম চৌধুরী, শফিকুল মন্নান চৌধুরী, ফজলুল হক আল্লাই, তাহমিনা আকতার লিপিকা, ইউপি সদস্য মোহাম্মদ হাসান প্রমুখ।অনুষ্ঠানে হুইপ সামশুল হক চৌধুরী এমপি জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত হওয়ায় স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির পক্ষ থেকে ক্রেস্ট প্রদান করা হয়।

পূর্ববর্তী নিবন্ধকাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রে কম খরচে হচ্ছে উৎপাদন
পরবর্তী নিবন্ধরাস্তার পাশে দাঁড়িয়ে থাকা ট্রাককে টেক্সির ধাক্কা