শিক্ষার্থীদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে

হাটহাজারী কলেজের বিদায় অনুষ্ঠানে ব্যারিস্টার আনিস

হাটহাজারী প্রতিনিধি | সোমবার , ৪ জুলাই, ২০২২ at ৮:২৩ পূর্বাহ্ণ

হাটহাজারীর সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ বলেছেন, সরকারের স্বপ্নের উন্নত দেশ গড়ার কারিগর শিক্ষার্থীদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে। আর এই শিক্ষার্থীদের গড়ে তুলতে শিক্ষকদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। পিতা মাতা সন্তান জন্ম দিয়ে থাকে, শিক্ষকেরা তাদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলে। যে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক যতবেশি দায়িত্বশীল সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ততবেশী জীবনে উন্নতি করতে পারে। এই কলেজের প্রাক্তন অধ্যক্ষ মির কপিল উদ্দিন ও অর্থনীতি বিভাগের অধ্যাপক মোহাম্মদ ফয়েজুল হক নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করেছে বলে আজ এই শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ নিজ স্থানে প্রতিষ্ঠিত হতে পেরেছে। তিনি গত শনিবার হাটহাজারী সরকারি কলেজর প্রাক্তন অধ্যক্ষ মির কপিল উদ্দিন ও অর্থনীতি বিভাগের শিক্ষক অধ্যাপক মোহাম্মদ ফয়েজুল হকের বিদায় উপলক্ষে কলেজ চত্বরে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন।

এ উপলক্ষে সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) গুল মোহাম্মদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, উপজেলা নির্বাহী অফিসার মো. শাহিদুল আলম, অধ্যক্ষ তহুরীন সবুর, কলেজের সাবেক অধ্যক্ষ ফরিদ আহমদ। স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আবু মুছা মামুন। বক্তব্য রাখেন শিক্ষকদের পক্ষে কাজী জয়নুল আবেদীন, শিক্ষার্থীর মধ্যে সাকেরিয়া চৌধুরী সাগর, মো. নাঈমুদ্দীন, বিবি জয়নাব, মিল্লাত হোসেন, নাসির উদ্দীন লাভলু, মোনায়েম আহমদ সোহেল প্রমুখ। কোরআন থেকে তেলাওয়াত করেন অধ্যাপক মনজুর আলী তালুকদার। সংবর্ধিত অধ্যক্ষ কপিল উদ্দিন বলেন,আপন কর্মকালীন সময়ে নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। আর প্রশাসন পরিচালনার প্রতিষ্ঠানের স্বার্থে অনেক সময় কঠোর হতে হয়েছে। এতে অনেকে হয়তো অসন্তুষ্ট হয়েছে। তিনি সকলে কাছে দোয়ার আর্জি জানান। অপর বিদায়ী অধ্যাপক মোহাম্মদ ফয়েজুল হক বলেন, কলেজে অর্থনীতির সম্মান শ্রেণী চালু হলে মাত্র ৩০ জন শিক্ষার্থী নিয়ে শুরু করা হয়। আজ অর্থনীতির সম্মান শ্রেণী শিক্ষার্থী পরিপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

পূর্ববর্তী নিবন্ধএক হোটেলকে তিন লাখ টাকা জরিমানা
পরবর্তী নিবন্ধসার্ভেয়ার আতিকের বিরুদ্ধে দুদকের মামলা