শিক্ষার্থীদের বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে

ঢেমশা উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা উৎসব ও পুরষ্কার বিতরণ

আজাদী প্রতিবেদন | রবিবার , ১৯ মার্চ, ২০২৩ at ৬:১০ পূর্বাহ্ণ

ঢেমশা উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মহান স্বাধীনতা উৎসব, বার্ষিক পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ানের সভাপতিত্বে গতকাল ১৮ মার্চ সকালে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের চেয়ারম্যান সাহিত্যিক অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য। সম্মানিত অতিথি ছিলেন সাতকানিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক দয়াল হরি মজুমদার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোজাম্মেল হক চৌধুরী, কেঁওচিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুনীল কুমার, ঢেমশা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির শিক্ষানুরাগী সুভাষ দাশ, বিদ্যালয়ের রেক্টর শিক্ষক প্রাক্তন ছাত্র শশীভূষণ বড়ুয়া, রেইছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন দাশ, বিশিষ্ট ব্যাংকার আজিজুল হক, ইউনিফিল গ্রুপের নির্বাহী পরিচালক বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র রোকন উজজামান, প্রাক্তন ছাত্র প্রভাব কুমার দাশ, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সদস্য আসাদুজ্জামান জনি, ঢেমশা ইউপি সদস্য পলাশ সেন, উত্তর ঢেমশা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আবু মোহাম্মদ আলী এমরান, প্রাক্তন ছাত্র রতন দাশ, মোজাফফর হোসেন, বিদ্যালয় পরিচালনা কমিটির সাবেক সদস্য পিযুশ দাশ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জাসেদুল আলম।

সভার মুখ্য আলোচক অধ্যাপক ড. সুকান্ত ভট্টাচার্য বলেন, আজকের দিনের শিক্ষার্থীদেরই উপর আমাদের দেশের ভবিষ্যত নির্ভরশীল। শিক্ষার্থীদেরকে স্বাধীনতার ইতিহাস ও বঙ্গবন্ধুর আদর্শ হৃদয়ে ধারণ করতে হবে।

অনুষ্ঠানের সভাপতি রূপালী ব্যাংকের সাবেক পরিচালক ও দক্ষিণ জেলা আওয়ামীলীগ নেতা আবু সুফিয়ান বলেন, এ মাসটি বাঙালি জাতির ইতিহাসে একটি গৌরব উজ্জ্বল মাস। তিনি বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের অধিকতর জ্ঞানচর্চায় মনোনিবেশ করতে হবে। সভা শেষে বার্ষিক ক্রীড়া,সাহিত্যসাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধশেষ হলো বেগমজান স্কুলের প্লাটিনাম জুবিলি উৎসব
পরবর্তী নিবন্ধজনগণ আজ সর্বগ্রাসী সংকটে উত্তরণে দরকার কার্যকর পদক্ষেপ