শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি

আজাদী ডেস্ক | রবিবার , ২৬ সেপ্টেম্বর, ২০২১ at ৫:৩৪ পূর্বাহ্ণ

শারদীয় দুর্গাপূজা আসন্ন। এখন চলছে প্রস্তুতি। বৈশ্বিক মহামারীর করোনার কারণে স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গোৎসব এবার উদযাপিত হবে।
চন্দনাইশ পূজা উদযাপন পরিষদ : চন্দনাইশ প্রতিনিধি জানান, মো. নজরুল ইসলাম চৌধুরী এমপি বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণ করা। বর্তমানে রাষ্ট্রীয়সহ সকল স্থর থেকে সাম্প্রাদায়িকতার বিষবাষ্প সমূলে উৎখাত করতে রাতদিন কাজ করছেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পূজা উদযাপন পরিষদ চন্দনাইশ শাখার নব-গঠিত ২০২১-২৩ পরিষদের অভিষেক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। গত শুক্রবার উপজেলার বরকলস্থ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি বলরাম চক্রবর্ত্তী। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, ইংরেজী বিভাগের চেয়ারম্যান ড. সুকান্ত ভট্টচার্য্য। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান আবদুল জব্বার চৌধুরী, উপজেলা নিবার্হী কর্মকর্তা সাদিয়া ইসলাম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নাসির উদ্দিন সরকার, উপজেলা আ.লীগের সভাপতি জাহিদুল ইসলাম জাহাঙ্গীর। স্বাগত বক্তব্য দেন, সাধারণ সম্পাদক অমিতাভ চৌধুরী টিটো। যুগ্ম সম্পাদক কৃষ্ণ চক্রবর্ত্তী ও সত্যপদ তালুকদার বাবলার সঞ্চালনায় আলোচনায় অংশ নেন পূজা অরূপ রতন চক্রবর্তী, উৎপল রক্ষিত, অ্যাড. শেখর নাথ পিন্টু, চেয়ারম্যান আলমগীরুল ইসলাম চৌধুরী, নবাব আলী, অ্যাড. মো. দেলোয়ার হোসেন, ডা. কাজল বৈদ্য, বিজয় কৃষ্ণ ধর, বিষ্ণু যশা চক্রবর্তী, সমিরণ দাশ তপন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুৃল মালেক রানা, এম কায়ছার উদ্দিন চৌধুরী।
আনোয়ারা : আনোয়ারা প্রতিনিধি জানান, উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্যোগে গত বৃহস্পতিবার বাংলাদেশ হিন্দু ফাউন্ডেশন মিলনায়তনে পূজা পরিষদের প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। আনোয়ারা উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুগ্রীব মজুমদার দোলনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নিউটন সরকারের পরিচালনায় অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন চট্টগ্রাম জেলা পূজা পরিষদের সভাপতি শ্যামল কুমার পালিত। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এসঅ্যান্ডডি মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান দিলীপ কুমার মজুমদার, অতিথি ছিলেন, অধ্যাপক নারায়ণ চৌধুরী, সুবাস চৌধুরী, অ্যাডভোকেট চন্দন বিশ্বাস, কল্লোল সেন, সাগর মিত্র, পরিতোষ নাথ, রামলাল দেবনাথ, ঝোটন মজুমদার, রনি বল, অ্যাড. রানা মিত্র, পলাশ মিত্র, আনন্দ মোহন দত্ত, রুপেস দত্ত, আশীষ চৌধুরী, রনি সিংহ, জহরলাল দাশ, কৃষ্ণপদ দাশ, জুয়েল দাশ, মাস্টার রতন শীল, রতন কান্তি শীল, টিটু আইচ, পঙ্কজ নাথ ও যিশু মিত্র। উদ্বোধকের বক্তব্য শ্যামল পালিত বলেন, আগামী শারদীয় দুর্গাপূজা সুন্দর ও সার্থক করে তুলতে সরকারের নির্দেশনার আলোকে স্বাস্থ্যবিধি মেনে মন্দিরে প্রবেশ নিশ্চিত করতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করে সাংগঠনিক ভিত্তি আরো মজবুত করতে হবে। তিনি আগামী ৬ অক্টোবর শুভ মহালয়া পালনে বোয়ালখালী করলডাঙ্গা পাহাড়ে মেধস আশ্রমে দেবী দুর্গার আগমনী বার্তায় সবার উপস্থিতি কামনা করেছেন।
চকবাজার থানা পূজা উদ্‌যাপন পরিষদ : চকবাজার থানা পূজা উদ্‌যাপন পরিষদের দ্বি-বার্ষিক সম্মেলন নগরীর জেএম সেন হলে গতকাল অনুষ্ঠিত হয়েছে। চকবাজার থানা পূজা পরিষদের সভাপতি লিটন দাশ ইপ্তির সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন মহানগর পূজা পরিষদের সাবেক সভাপতি সাধন ধর। প্রধান অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সভাপতি লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। প্রধান বক্তা ছিলেন মহানগর পূজা পরিষদের সাধারণ সম্পাদক হিল্লোল সেন উজ্জ্বল। বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা পরিষদের সহ-সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সুমন দেবনাথ, প্রদীপ শীল, সাবেক সাধারণ সম্পাদক শ্রীপ্রকাশ দাশ অসিত, যুগ্ম সম্পাদক মিথুন মল্লিক, অ্যাড. নিখিল কুমার নাথ, সজল দত্ত, অ্যাড. নটু চৌধুরী, বিপ্লব সেন, অর্থ সম্পাদক সুকান্ত মহাজন টুটুল, সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্ত, পরিষদ কর্মকর্তা সঞ্জয় ভৌমিক কনকন, অরুণ রশ্মি দত্ত, রাজীব চৌধুরী মিল্টন, প্রিয়তোষ ঘোষ (রতন), সৌরেন দত্ত, সাজু চৌধুরী, রিপন রায় চৌধুরী, অসীম কুমার দে, অসিত বরণ বিশ্বাস, অমিত ঘোষ, সবুজ দাশ, যীশু তালুকদার, রাহুল দত্ত, অমিত রায় পুরোহিত। স্বাগত বক্তব্য দেন, চকবাজার থানা পূজা পরিষদের সাধারণ সম্পাদক প্রকৌশলী বিপ্লব দাশ বাপ্পী। বক্তব্য দেন, পরিষদের সাবেক সভাপতি হারাধন মিত্র, কর্মকর্তা রুমন ভট্টাচার্য, পন্ডিত উজ্জ্বল ভট্টাচার্য, স্বপন দাশ, রঞ্জন দাশ, রাজু মজুমদার, রিপন সিং, লিটন দাশ (ইমন), লিটন আচার্য্য, নিশান দেব, লিটন দাশ (শুক্কুর), বাপ্পী দে, মানিক দাশ, সুজন চৌধুরী, জয় সেন, স্বপন সিংহ, সঞ্জয় দাশ, সাজু বিশ্বাস। সম্মেলনের ২য় অধিবেশনে সভাপতিত্ব করেন লায়ন আশীষ কুমার ভট্টাচার্য্য। এতে আগামী দুই বছরের জন্য পুনরায় লিটন দাশ ইপ্তিকে সভাপতি ও সুজন বলকে নির্বাচিত করা হয়।
খুলশী থানা পূজা উদ্‌যাপন পরিষদ : খুলশী থানা শাখা পূজা উদযাপন পরিষদ আয়োজিত মতবিনিময় সভা লালখান বাজার শহীদ নগর বালিকা উচ্চ বিদ্যালয়ে সংগঠনের সভাপতি ডা. দেবাশীষ মজুমদার সভাপত্বিতে ও সাধারণ সম্পাদক পূজন লোধের সঞ্চালনায় সভায় নয়টি আঞ্চলিক কমিটির প্রতিনিধিদের সঙ্গে মত বিনিময় এ বিভিন্ন সমস্যা তুলে ধরা হয়। সভায় বক্তব্য দেন, কাউন্সিলর আবুল হাসনাত মো. বেলাল, কাউন্সিলর ওয়াসিম উদ্দিন চৌধুরী, কাউন্সিলর আঞ্জুমান আরা, খুলশী থানার অফিসার ইনচার্জের পক্ষে সেকেন্ড অফিসার মোহাম্মদ হোসেন। বক্তব্য দেন, সাধন সিংহ, বিশ্বজিৎ চৌধুরী বিশু, কৃষ্ণ দাশ, বাবুল দাস বাবু, প্রকৌশলী রাজিব চন্দ্র দাস, তপন সিংহ, শিশির ঘোষ, রনি সিংহ, সুমন দাস প্রমুখ।

পূর্ববর্তী নিবন্ধমহল্লা কমিটির কর্মশালা কিশোর গ্যাং ও মাদক নির্মূলের তাগিদ
পরবর্তী নিবন্ধবীরকন্যা প্রীতিলতা যুগে যুগে নারীর প্রেরণার উৎস হয়ে থাকবেন