শহীদ বুদ্ধিজীবীদের প্রতি সাবেক মেয়র মনজুর আলমের শ্রদ্ধা

| বুধবার , ১৫ ডিসেম্বর, ২০২১ at ৯:৩৬ পূর্বাহ্ণ

আলহাজ্ব মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ও সাবেক মেয়র এম মনজুর আলমের উদ্যোগে গতকাল মঙ্গলবার উত্তর কাট্টলী মোস্তফা-হাকিম কলেজ চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন মোস্তফা-হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক এম মনজুর আলম। তিনি বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস ইতিহাসের আরেকটি শোকের দিন।
১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি ঘাতক বাহিনী চূড়ান্তভাবে নিজেদের পরাজয় নিশ্চিত জেনে এক ঘৃণ্য ষড়যন্ত্রে এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছিল। এ দেশকে মেধা শূন্য করতে দেশের বুদ্ধিজীবীদের নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজ আমরা গভীরভাবে তাঁদেরকে স্মরণ করছি। অনুষ্ঠানে শহীদদের স্মরণে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এতে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আলমগীর, উপাধ্যক্ষ মাহফুজুল হক চৌধুরী, অধ্যাপক আবু ছগির, অধ্যাপক কাজি মাহবুবুর রহমান প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধস্বামীর সাথে বিচ্ছেদ মানসিকভাবে বিপর্যস্ত স্ত্রীর আত্মহত্যা
পরবর্তী নিবন্ধবুদ্ধিজীবীদের স্বপ্ন আজো বাস্তবায়ন হয়নি