লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী আহত

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ১৬ ফেব্রুয়ারি, ২০২১ at ১২:০২ অপরাহ্ণ

লোহাগাড়ায় বাসের ধাক্কায় টিপু সুলতান (২২) নামে এক মোটর সাইকেল আরোহী আহত হয়েছেন। গতকাল সোমবার দুপুর ৩টার দিকে উপজেলা সদরের লোহার দীঘির পাড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত টিপু সুলতান উপজেলার পদুয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মৌলভী পাড়ার মৃত আবু সৈয়দের পুত্র। প্রত্যক্ষদর্র্শী ও হাইওয়ে পুলিশ জানায়, কক্সবাজারমুখী সেন্টমার্টিন পরিবহনের যাত্রীবাহী একটি বাস (চট্টমেট্রো-১১-২২১৪) বিপরীতমুখী মোটর সাইকেলকে (চট্টমেট্রো-১৪-৪৭০৪) ধাক্কা দেয়। এতে গাড়িটি দুমড়ে-মুচড়ে যায়। স্থানীয়রা আহত টিপুকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের একটি বেসরকারি হাসপাতালে প্রেরণ করা হয়। আহতের চাচাতো ভাই বুলবুল চৌধুরী বলেন, এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত খেতে গিয়েছিল টিপু। ফেরার পথে বাসের ধাক্কায় আহত হয়। তার মুখ ও কান দিয়ে রক্তক্ষরণ হয়েছে। দোহাজারী হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুর রব জানান, খবর পেয়ে দুর্ঘটনা কবলিত বাস ও মোটর সাইকেল জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও সহকারীকে ধরতে পারেনি পুলিশ। তারা ঘটনাস্থল থেকে এক কিলোমিটার দূরে একটি পেট্রোল পাম্পে বাস রেখে পালিয়ে যায়।

পূর্ববর্তী নিবন্ধভালোবাসা দিবসে এতিম শিশুদের পাশে স্মাইল বাংলাদেশ
পরবর্তী নিবন্ধবিএম এলপি গ্যাস ইসলামিক আইকন শুরু হচ্ছে