রেলওয়ে পাবলিক হাই স্কুলের বার্ষিক ক্রীড়া

আজাদী প্রতিবেদন | রবিবার , ১২ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:০৫ পূর্বাহ্ণ

রেলওয়ে পাবলিক হাই স্কুলের দু’দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযাগিতা, কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান গত বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মো. আশরাফ উদ্দিন শাহীন’র সভাপতিত্বে অনুষ্ঠানের প্রথম দিন গত ৮ ফেব্রুয়ারি প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী। এতে বিশেষ অতিথি ছিলেন জেলা শিক্ষা অফিসার মুহাম্মদ ফরিদুল আলম হোসাইনী, থানা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শফিউল আলম, বিদ্যালয় পরিচালনা পরিষদের সদস্য মো. জাহাঙ্গীর আলম, মোহাম্মদ আবুল হাসান, মো. নাহিদ মুরাদ মুন্না ও নাসিমা বেগম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শরিফুল ইসলাম।

অনুষ্ঠানের ২য় দিন ৯ ফেব্রুয়ারি বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর মোহাম্মদ গিয়াস উদ্দীন ও বিশেষ অতিথি ছিলেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর আন্‌জুমান আরা। অতিথিবৃন্দ কৃতী শিক্ষার্থীর মাঝে সনদ এবং প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

পূর্ববর্তী নিবন্ধচিটাগাং ক্লাবে প্রান্তিক কাশেম হালিমা ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু
পরবর্তী নিবন্ধএশিয়ান ইনডোর অ্যাথলেটিকসে স্বর্ণ পেলেন বাংলাদেশের ইমরানুর