রিভার শাইন রোটারী ক্লাবের ক্যান্সার সচেতনতা বিষয়ক সেমিনার

| বুধবার , ২৬ অক্টোবর, ২০২২ at ৫:৫২ পূর্বাহ্ণ

রোটারী ক্লাব চিটাগং রিভার শাইনের উদ্যোগে ‘স্তন ক্যান্সার প্রতিরোধে করনীয় ’ শীর্ষক এক সেমিনার গত রোববার স্থানীয় একটি ক্লাবে ক্লাব সভাপতি ডা. এম, এ করিমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. জান্নাতুন নিসা মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি মহিলারা নিজেদের কি ভাবে স্তন ক্যান্সার পরীক্ষা করবে তা উপর বিস্তারিত আলোচনা করেন। তিনি বলেন আধুনিক চিকিৎসার দ্বারা বর্তমানে স্তন ক্যান্সার প্রতিরোধ যোগ্য বলে উল্লেখ করেন। এছাড়াও অতিথি বক্তা অধ্যক্ষ সাফিয়া গাজী রহমান স্তন ক্যান্সারের সাথে লড়াই করে কিভাবে বাচঁতে হয় তার বাস্তব অভিজ্ঞতা বর্ননা করেন। সেমিনারে অংশগ্রহণ করেন ডিজিই মতিউর রহমান, ডা. মইনুল ইসলাম মাহমুদ, ডিস্ট্রিক্ট সেক্রেটারি মোহাম্মদ শাজাহান, মো. আকবর, আসাদুল হক, ডা. আকবর, জসিম খান, শামসুল আলম সহ ক্লাব কর্মকর্তাবৃন্দ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধজন্মদিনে পায়রার সাজে এলেন পরী
পরবর্তী নিবন্ধনদীতে মাছ ধরতে গিয়ে কিশোর নিখোঁজ