জিয়াউর রহমানের ‘বীর উত্তম’ খেতাব বাতিলের সিদ্ধান্তের প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপির বিক্ষোভ সমাবেশ চলাকালে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় রুহুল কবির রিজভীসহ দলটির ৩২ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হয়েছে। এ ঘটনায় করা দুই মামলায় বিএনপির ২৯ জনকে দুই দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালত গতকাল রোববার শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। উল্লিখিত ২৯ জনের মধ্যে প্রথম ১৩ জন রমনা থানায় দায়ের করা মামলার আসামি। বাকিরা শাহবাগ থানায় করা অপর মামলার আসামি। শাহবাগ থানার মামলায় ১৬ আসামির ১০ দিন করে রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা এসআই গোলাম হোসেন খান। আর রমনা থানার মামলায় ১৩ আসামির সাত দিন করে রিমান্ড চান এসআই সহিদুল ওসমান মাসুম। খবর বিডিনিউজের।
গত শনিবার রাতে রমনা থানায় দায়ের করা এই মামলায় বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল ও ছাত্রদলের ৩২ জনকে আসামি করা হয়েছে। তাদের মধ্যে ১৩ জনকে ইতোমধ্যে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে নেওয়া হয়েছে বলে রমনা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন।
তিনি বলেন, ওই ঘটনায় নেতৃত্ব দেওয়া যারা পলাতক রয়েছেন, তাদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এজাহারে বলা হয়েছে, জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, বিএনপি নেতা রহুল কবির রিজভী, নিপুণ রায়, হাবিবুন নবি খান সোহেল, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আব্দুল কাদের ভুঁইয়া জুয়েল, যুবদলের সাধারণ সম্পাদক সুলতার সালাউদ্দিন টুকু, যুবদলের সভাপতি সাইফুল ইসলাম নিরব, ছাত্রদলের সভাপতি ফজলুল রহমান খোকন, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলসহ মহানগর ও থানা পর্যায়ের মোট ১৯জন নেতা পুলিশের উপর আক্রমণে নেতৃত্ব দিয়েছে।