রাশেদ রউফ – এর অন্ত্যমিল

| সোমবার , ১৮ জুলাই, ২০২২ at ৬:৪৪ পূর্বাহ্ণ

হারামি

কেউ গালি দেয়, কেউ তালি দেয়
বুঝি সমাজের হালচাল,
সংকট বাড়ে মধ্যবিত্তে
আওতায় নেই ডাল চাল।

কোষাগারে নেই কাঙ্ক্ষিত টাকা
রোষানলে পড়ে কেউ কেউ
দূরে থেকে কেউ উস্কানি দেয়
সুরে সুরে করে ঘেউ ঘেউ।

হারামজাদারা হারামি করবে
বদনাম করে বেড়াবে,
খাওয়াও ওদের হজম হয় না
এ-ঘরে ও-ঘরে ‘ছেড়াবে’।

পূর্ববর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর ঈদ উপহার পেলেন বোয়ালখালীর তিন হাজার পরিবার
পরবর্তী নিবন্ধকালাপানি-ধূসরপানি