রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৪ জুন, ২০২১ at ১০:৪০ পূর্বাহ্ণ

উপকার

অভাবে পড়লে কোনো কোনো লোক
এলোমেলো কথা কয়
স্বভাবের দোষে গিরিঙ্গারাও
করে বসে নয় ছয়।

বন্ধু হয়েও পেছনে দাঁড়িয়ে
ছুরি মারে কেউ পিঠে
কোনো কোনো লোক পরিপাটি খুব
কেউ কেউ খিটখিটে।
যদিওবা জানি এমন রাজ্যে
নেই জিৎ- শুধু হার
সে-ই তো করবে বদনাম বেশি
যে পেয়েছে উপকার।

পূর্ববর্তী নিবন্ধসুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ওষুধ ও সুরক্ষা সামগ্রী বিতরণ
পরবর্তী নিবন্ধআমাদের লেনিন