রাশেদ রউফ-এর অন্ত্যমিল

| সোমবার , ১৪ ডিসেম্বর, ২০২০ at ৬:০৯ পূর্বাহ্ণ

সুযোগ পেলেই বাংলাদেশে

ছড়াবে সে বিষ তার
কিছুই করার থাকবে না আর
পাবে না কেউ নিস্তার।

মায়ের বুকে শান্তি সুখে
মাসের পরে মাস রয়
আমরা করছি লালন পালন
আমরা দিচ্ছি আশ্রয়।

সুযোগ পেলেই

মাছের চাষে কেউ সময় দেয়
কেউ বা করে হাঁস পালন
অন্যদিকে কোথাও দেখি
গোখরো সাপের আস্ফালন।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামের বাণিজ্য প্রসারে মার্কিন বিনিয়োগের উপর গুরুত্বারোপ
পরবর্তী নিবন্ধবঙ্গবন্ধু ও সলিল চৌধুরী