রাশেদ রউফ- এর অন্ত্যমিল

| সোমবার , ২৩ নভেম্বর, ২০২০ at ৭:৫২ পূর্বাহ্ণ

কাজি ও পাজি

কাজে লাগলেই প্রশংসা খুব
থাকে না কখনো মুখে তালা
উঠতে বসতে বলেন কেবল :
অসামসালা! অসামসালা!
নাম ধরে ধরে জপ করবেন
তাঁর জন্যই সাজান ডালা
সভা করবেন, গুণ গাইবেন
পরাবেন তাঁর গলায় মালা।
কাজ শেষে সব উল্টো চিত্র
লোকটা তখন ‘নোংরা নালা’,
বুঝতে তখন হয় না তো বাকি
‘ঘাট পেরোলেই ঘাইট্টা শালা’।

পূর্ববর্তী নিবন্ধবান্দরবানে আট কোটি টাকা ব্যয়ে ১৫ উন্নয়ন প্রকল্প উদ্বোধন
পরবর্তী নিবন্ধসাক্ষাৎকার বই যেন পূর্ণ জীবনী গ্রন্থের আমেজ