রাজবন বিহারে কঠিন চীবর দানোৎসব

রাঙামাটি প্রতিনিধি | শনিবার , ২৮ নভেম্বর, ২০২০ at ১১:০৩ পূর্বাহ্ণ

করোনা মহামারীর কারণে রাঙামাটির রাজবন বিহারে সীমিত পরিসরে ৪৭তম কঠিন চীবর দানোৎসব পালন করা হয়েছে। ধর্মীয় এই অনুষ্ঠানটি প্রতিবছর দু’দিনব্যাপী করা হলেও এবছর গত শুক্রবার প্রার্থনার মধ্যে দিয়ে একদিনে শেষ হয়। অনুষ্ঠানে প্রার্থনার সমাপ্তি করেন রাজবন বিহারের ধর্মীয় গুরু অধ্যক্ষ প্রজ্ঞালংকার মহাথেরো। স্বাগত বক্তব্য রাখেন, কাটাছড়ি বনবিহারের ধর্মীয় গুরু অধ্যক্ষ ইন্দ্রগুপ্ত মহাস্থবির। বনবিহার উপাসক-উপাসিকা কমিটির সভাপতি গৌতম দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান বৃষকেতু চাকমা, সাবেক উপমন্ত্রী মণিস্বপন দেওয়ান, রাঙামাটি জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান নিখিল কুমার চাকমাসহ দায়ক-দায়িকারা।
বৌদ্ধ ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় এই অনুষ্ঠানটি এবার সংক্ষিপ্ত করায় পূণ্যার্থীর ঢল ছিল না। এছাড়া দেশ-বিদেশ থেকে পূণ্যার্থী ও দর্শনার্থীদের আগমন ঘটেনি এ বছর। বনবিহারের দায়ক-দায়িকা কমিটির সভাপতি গৌতম দেওয়ান বলেন, করোনার কারণে সরকারি নির্দেশনা মেনে এই বছর দু’দিনের অনুষ্ঠান একদিনে শেষ করেছি। জেলার বাইরে দর্শনার্থীদের আসতে দেওয়া হয়নি। যারা অনুষ্ঠানে এসেছে তাদের অবশ্যই মাস্ক পড়তে বাধ্য করা হয়েছে। মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দেওয়া হয়নি।

পূর্ববর্তী নিবন্ধটেকনাফ-সেন্টমার্টিনে ৫৮ হাজার ইয়াবা জব্দ
পরবর্তী নিবন্ধবাহারছড়ায় আলী হোসেন স্মৃতি সংসদের মাহফিল