যুদ্ধজয়ের উপভোগ

সাথী দাশ | বৃহস্পতিবার , ১৬ ডিসেম্বর, ২০২১ at ৮:১১ পূর্বাহ্ণ

ভয় আর শঙ্কায় মনের ভেতরটা নিঃস্তব্দ স্তব্ধতা,
মনে হচ্ছে যেন নিস্তরঙ্গ পুকুর।
কচুরিপানার মতো ভাসতে ভাসতে চলে সারি ধরে;
সীমান্তের ওপারে গন্তব্য সবার।
কারো মুখে কথা নেই, শুধু শব্দ ওঠে পায়ে চলার।

এসব কথা কী করে ভুলে কামাল-মনোজ? তাছাড়া
সময় পরম্পরায় পার হয়ে গেছে সময়, চেহেরায় তো
বোঝা যায় বয়সটা কোথায় থেমে আছে!
সেদিনের অনেকেই কালের নিয়মে সখ্যতা করেছে
মৃত্যুর সাথে। যারা বেঁচে আছে কদাচিৎ
কখনো কেনোদিন দেখা হলে কোথাও, মুখোমুখি বসে
যুদ্ধদিনের সেই স্মৃতির পালকগুলো ছুঁয়ে ছুঁয়ে দেখে।
দলবদ্ধ সঙ্গীদের হাতে ইয়োথ ক্যাম্পের প্রথম পত্তন।
নিয়ম-কানুন গুছানো শেষে সঙ্গবদ্ধ প্রস্থান
প্রশিক্ষণ শিবিরে। সম্পন্ন প্রস্তুতি, সবাই-ই মৃত্যুকে আর
জীবনটাকে এক সঙ্গে নিয়ে পা বাড়ালো যুদ্ধযাত্রায়।
মৃত্যু কয়েকবার কাছে এসেও জীবনটাকে ফিরিয়েই
দিয়ে-দিয়ে গেলো যুদ্ধজয়ের উপভোগে।

পূর্ববর্তী নিবন্ধকবিতা ও নিজস্বদর্শন
পরবর্তী নিবন্ধবালক-বোধ, সহজ পথ