যুক্তরাষ্ট্রের কালো তালিকায় ইরিত্রিয়ার সামরিক বাহিনী

| রবিবার , ১৪ নভেম্বর, ২০২১ at ১১:০০ পূর্বাহ্ণ

ইথিওপিয়ার প্রতিবেশী দেশ ইরিত্রিয়ার সামরিক বাহিনী ও ইরিত্রিয়াভিত্তিক ব্যক্তি ও কয়েকটি সংস্থাকে কালো তালিকাভুক্ত করে তাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যুক্তরাষ্ট্র।
গত শুক্রবার এসব পদক্ষেপ নেওয়ার পর ওয়াশিংটন সতর্ক করে বলেছে, ইথিওপিয়ার লড়াই বন্ধের চেষ্টায় চাপ বাড়ানোর অংশ হিসেবে ওই সংঘাতের সঙ্গে জড়িত অন্যান্য পক্ষগুলোর বিরুদ্ধেও পদক্ষেপ নিতে প্রস্তুত তারা। খবর বিডিনিউজের।
রয়টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয় ইরিত্রিয়ার সামরিক বাহিনী, দেশটির ক্ষমতাসীন রাজনৈতিক দল পিপলস ফ্রন্ট ফর ডেমোক্র্যসি এন্ড জাস্টিস, দলটির অর্থনৈতিক উপদেষ্টা এবং ইরিত্রিয়ার জাতীয় নিরাপত্তা দপ্তরকে কালো তালিকাভুক্ত করে প্রতিবেশী ইথিওপিয়ার সংঘাতে ভূমিকা রাখার জন্য অভিযুক্ত করেছে।

পূর্ববর্তী নিবন্ধবাকলিয়াকে হারিয়ে প্রথম জয় কর্ণফুলীর
পরবর্তী নিবন্ধভারতে পুলিশের সঙ্গে গোলাগুলিতে ২৬ মাওবাদী নিহত