যুক্তরাজ্যের ম্যানচেস্টারে চট্টগ্রামবাসীর মেজবান ও মিলনমেলা

আজাদী অনলাইন | মঙ্গলবার , ২৯ মার্চ, ২০২২ at ৭:৪১ অপরাহ্ণ

যুক্তরাজ্যের ম্যানচেস্টার শহরে হয়ে গেল চট্টগ্রামবাসীর ঐতিহ্যবাহী মেজবান ও বার্ষিক মিলনমেলা। উসমানিয়া ব্যাঙ্কেটিং হলে গত ২৭ মার্চ এ মিলনমেলার আয়োজন করা হয়। এতে পরিবার-পরিজন নিয়ে আড্ডা ও গল্প চলে দুপুর ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন সাদ চৌধুরী। সঞ্চালনায় ছিলেন সংগঠনের সেক্রেটারি ফরহাদ ইকবাল চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের চেয়ারম্যান এসএম ফয়সাল কবির নিক্সন।

গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের এ আয়োজনে ম্যানচেস্টার এবং লন্ডন, লিডস, ব্ল্যাকবার্ন, লিভারপুল, নিউক্যাসল, বার্মিংহাম, স্কটল্যান্ড, ওয়েলস বসবাসরত চট্টগ্রামবাসীর পাশাপাশি স্থানীয় বিভিন্ন কমিউনিটি নেতারা অংশ নেন।

জিএমসিএ সভাপতি এস এম ফয়সাল কবির সবাইকে সবকিছুর ঊর্ধ্বে উঠে একসঙ্গে কাজ করার আহ্বান জানান।

অনুষ্ঠানে চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের ওয়েবসাইট উদ্বোধন করা হয়। এই ওয়েবসাইট লঞ্চ করেন ব্যারিস্টার তানজীব আলম।

এছাড়া গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বাঙালি কমিউনিটিতে বিশেষভাবে অবদান রাখার জন্য বিশিষ্ট ব্যক্তিবর্গদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

সম্মাননা প্রাপ্তরা হলেন- একুশে পদকপ্রাপ্ত চট্টগ্রামের অন্যতম প্রাচীনতম পত্রিকা দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, গ্রেটার চিটাগং এসোসিয়েশন ইউকে এর চেয়ারম্যান মো. ইসাহাক চৌধুরী, গ্রেটার ম্যানচেস্টার চট্টগ্রাম অ্যাসোসিয়েশনের প্রাক্তন চেয়ারম্যান ফরহাদ চৌধুরী, সন্দীপ সমিতি ইউকে এর প্রেসিডেন্ট শহিদুল মাওলা খান, স্থানীয় শাহজালাল মসজিদের চেয়ারম্যান আশিক মিয়া সিজিল, চাটগাঁইয়া গফ এর উপস্থাপক মোহাম্মদ মাসুদুর রহমান, মুজাহিদ খান, মাহি মাসুম এবং মোহাম্মদ খান শোয়েব।

পূর্ববর্তী নিবন্ধজনগণ স্বস্তিতে, বিএনপি অস্বস্তিতে : তথ্যমন্ত্রী
পরবর্তী নিবন্ধবাকলিয়ার আমান ফুডকে তিন লাখ টাকা জরিমানা