যানজট নিরসনে দ্রুত উদ্যোগ নিন

| সোমবার , ১১ এপ্রিল, ২০২২ at ৬:৩২ পূর্বাহ্ণ

নগরীতে যানজট নতুন কোন বিষয় নয়। স্বচ্ছন্দেও দ্রুত চলাচলের সুবিধা অনেক আগেই বন্ধ হয়ে গেছে। রাস্তায় যানজটে পড়তে হবে এ নিয়তি জেনে নিয়েই এখন নগরবাসী কর্মক্ষেত্রে রওনা দেন। কর্মস্থলে পৌঁছতে পর্যাপ্ত সময় হাতে নিয়েও অনেকে যথাসময়ে পৌঁছতে পারেন না। বিশ্বের কোন শহরে নগরবাসীকে এমন দুর্ভোগে পড়তে হয় কিনা আমাদের জানা নেই। অথচ নগরীর যানজটের যতগুলো কারণ রয়েছে তা সকলের জানা। নগরবিদরা এসব কারণের প্রতিকারের এবং যানজট মোটামুটি সহনীয় করার নানা উপায় বাতলে দিয়েছেন। তারপরও কোন কার্যকর ব্যবস্থা নেই। যানজটের অন্যতম কারণ পরিবহন ব্যবস্থাপনার চরম বিশৃঙ্খলা। গুরুত্বপূর্ণ সড়ক জুড়ে যেখানে সেখানে ইচ্ছেমত গাড়ি পার্কিং নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। রাস্তা একাংশ দখল, অর্ধেক রাস্তা জুড়ে শত শত গাড়ীর এলোপাতাড়ি পার্কিং। যথাযথ উদ্যোগের অভাবেই নগরীতে যানজট পরিস্থিতি দিন দিন খারাপের দিকে যাচ্ছে। দ্রুত উদ্যোগ নিতে কর্তৃপক্ষের বাস্তব পদক্ষেপ কামনা করছি।

-এম. এ. গফুর,
বলুয়ার দীঘির দক্ষিণ-পশ্চিম পাড়, কোরবাণীগঞ্জ, চট্টগ্রাম।

পূর্ববর্তী নিবন্ধশরৎকুমারীর চৌধুরাণী : রবীন্দ্রঘনিষ্ঠ লেখিকা
পরবর্তী নিবন্ধসংযমের মাস মাহে রমজান