মোবাইল ছিনতাইকারী চক্রের তিন সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি | শনিবার , ১৮ ফেব্রুয়ারি, ২০২৩ at ৭:১৯ পূর্বাহ্ণ

কক্সবাজার শহরের কলাতলী এলাকায় অভিযান চালিয়ে মোবাইল ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ১৮টি মোবাইল সেট ও নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার বিকেলে এক অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানায় র‌্যাব১৫। আটকরা হলেন, শহরতলীর কলাতলী ধইল্যাছড়ি এলাকার মো. মুন্না (২৫), কলাতলী চন্দ্রিমা মাঠ এলাকার মো. শাহ আলম (২৫) ও ঝিলংজার

চান্দের পাড়া এলাকার মো. মাসুদ পারভেজ রানা (২৫)। কক্সবাজারস্থ র‌্যাব১৫ এর সিনিয়র সহকারি পরিচালক (আইন ও গণমাধ্যম) ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতলী এলাকায় তল্লাশি চৌকি বসিয়ে তিন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। এই চক্রটি সিএনজিচালিত অটোরিকশা নিয়ে শহরে ছিনতাই করে।

তাদের চক্রে কয়েকজন নারীও রয়েছে। তিনি আরও জানান, আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে যে, তাদের দলে থাকা নারীদের দিয়ে পর্যটকদের তারা ব্ল্যাকমেইল করে এবং মোবাইল ও টাকাসহ অন্যান্য মালামাল ছিনিয়ে নেয়। ছিনতাইকৃত মোবাইল সেটগুলো তারা রোহিঙ্গা ক্যাম্পে বিভিন্ন চক্রের কাছে বিক্রি করে। আটকদের বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মামলা দায়ের করা হয়েছে জানান র‌্যাবের এই কর্মকর্তা।

পূর্ববর্তী নিবন্ধভাষা শহীদদের ত্যাগে উজ্জীবিত হোক তরুণ প্রজন্ম
পরবর্তী নিবন্ধচিটাগাং সিনিয়রস ক্লাবের পিঠা উৎসব