মুজিবনগর : স্বাধীন বাংলাদেশ সরকারের প্রথম অস্থায়ী রাজধানী

| শনিবার , ১৭ এপ্রিল, ২০২১ at ৪:০৪ পূর্বাহ্ণ

মুজিবনগর বাংলাদেশের একটি ঐতিহাসিক স্থান। ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের শুরুর দিকে ১০ই এপ্রিল মুজিবনগর থেকে জারিকৃত স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠন করা হয়। গঠিত সরকার ১৭ এপ্রিল এখানেই আনুষ্ঠানিক শপথ গ্রহণ করে এবং মুজিবনগরকে স্বাধীন বাংলাদেশ সরকারের অস্থায়ী রাজধানী করা হয়।
মুজিবনগরের পূর্ববর্তী নাম ছিল ভবেরপাড়া। এটি মেহেরপুর জেলার বৈদ্যনাথতলা ইউনিয়নের একটি গ্রাম। পাকিস্তানের কারাগারে বন্দি শেখ মুজিবুর রহমানের অনুপস্থিতিতেই তাঁকে রাষ্ট্রপ্রধান করে সৈয়দ নজরুল ইসলামকে উপরাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদকে প্রধানমন্ত্রী করে সরকার গঠন করা হয়। রাষ্ট্রপতির অনুুপস্থিতিতে উপরাষ্ট্রপতিকে দেওয়া হয় রাষ্ট্রপতির সর্বময় ক্ষমতা। বৈদ্যনাথতলার আমবাগানে অনুষ্ঠিত হয় বাংলাদেশ সরকারের প্রথম আনুষ্ঠানিক শপথ গ্রহণ। অনুষ্ঠান শুরু হয় সকাল এগারোটায়। অস্থায়ী রাষ্ট্র্রপতি সৈয়দ নজরুল ইসলাম বাংলাদেশের পতাকা উত্তোলন করেন। জাতীয় পতাকার প্রতি সম্মান জানিয়ে এ সময় উপস্থিত কয়েকজন সমবেত কণ্ঠে গেয়ে ওঠেন বাংলাদেশের জাতীয় সংগীত। এরপর সৈয়দ নজরুল ইসলাম আনুষ্ঠানিক ঘোষণা দেন স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সরকারের। এই সরকারে অর্থমন্ত্রী ছিলেন এম. মনসুর আলী, স্বরাষ্ট্র, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী ছিলেন এ.এইচ.এম কামরুজ্জামান, স্বরাষ্ট্র বাহিনির প্রধান জেনারেল আতাউল গণি ওসমানী, চিফ অব স্টাফ মেজর জেনারেল আবদুর রব।

পূর্ববর্তী নিবন্ধএই দিনে
পরবর্তী নিবন্ধলকডাউনে মধ্যবিত্তের খাবার নিশ্চিত করবে কে?