মা

মীর খান আমীর | বুধবার , ৩১ জানুয়ারি, ২০২৪ at ৮:৪৭ পূর্বাহ্ণ

মা হলো অবারিত উর্ধ্বাকাশের ন্যায়

মা হলো গ্রীষ্মকালে বটের ছায়া প্রায়

মা হলো শীতের কালে উষ্ণ কাথার উম

মা হলো গরম কালে শীতল পাটির ঘুম

মা হলো ঘোর বাদলে সূর্যোদয়ের কিরণ

মা হলো দহন কালে হঠাৎ বরিষণ

মা হলো শরৎকালে কাশফুলের দোলা

মা হলো খেলার মাঠ দারুণ খোলামেলা

মা হলো বসন্তের উড়ু উডু হাওয়া

মা হলো হেমন্তের চাঁদ ছুঁতে পাওয়া

মা হলো মাটির মতো চিরদিনের ঠাঁই

মা হলো বায়ুর মতো নিত্যদিনের ধাই।

পূর্ববর্তী নিবন্ধইবিতে কেন্দ্রীয় আইডি কার্ড চাই
পরবর্তী নিবন্ধস্মৃতিগুলো মনে পড়ে গেলো