মানুষ!

সেলিম তালুকদার আকাশ | শনিবার , ৩ জুন, ২০২৩ at ৫:২৯ পূর্বাহ্ণ

আমরা পৃথিবীর সবকিছুই মাপতে পারি, মাপার জন্য নির্ধারিত একটি মাপকাঠি আছে। তরল পদার্থ, এমনকি তাপমাত্রা, বাতাসও মাপা যায়। সূদূর পৃথিবীর সীমারেখা ও মাপা যায়। মাপার জন্য নির্ধারিত কিছু যন্ত্র আছে, তাই অতি সহজেই সব মাপা সম্ভব। পৃথিবীর অপরপ্রান্ত থাকা অদেখা জায়গাটাও মাপা যায়! কিন্তু প্রতিদিন যাকে দেখছেন! যার সাথে উঠাবসা, খাওয়া দাওয়া, মনের কথা পাশে বসে বলছেন সেই প্রিয় মানুষটাকে কিভাবে মাপবেন! তার মাপকাঠি কি? সেই মানুষটিকে যদি মানুষ মাপতে পারতো, মাপার কোন যন্ত্র থাকতো! ইস্‌ হায়রে মানুষ! কেবল তুমিই থেকে গেলে প্রকৃত মাপকাঠির বাইরে! তবে তুমি ভালোবাসার ভিতরে! মানুষের সাথে আগে বেশি করে মিশুন, তার কর্ম সম্পর্কে ভালো করে জানুন, তারপর তাকে মূল্যায়ন করুন। হঠাৎ করে কাউকে বিশ্বাস করবেন না। কারণ মানুষের ওজন মাপার যন্ত্র আবিষ্কার হয়েছে কিন্তু মানুষ মাপার কোন মাপকাঠি আবিষ্কার হয়নি

পূর্ববর্তী নিবন্ধওষুধ কোম্পানিগুলোকে সেবার মান উন্নয়ন করা প্রয়োজন
পরবর্তী নিবন্ধসব মানুষের প্রিয় হয় না কোনো মানুষ