মানবতার কল্যাণে আজীবন কাজ করে গেছেন আবদুল মন্নান

চন্দনাইশে স্মরণসভায় বক্তারা

| শুক্রবার , ২৬ মার্চ, ২০২১ at ৭:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামীলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, কৃষকলীগের প্রতিষ্ঠাতা সভাপতি, বরমা কলেজের উদ্যোক্তা প্রতিষ্ঠাতা এ কে এম আবদুল মন্নানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে চন্দনাইশের বরমায় নানা কর্মসুচি পালন করেছে বাংলাদেশ আওয়ামীলীগ, কৃষকলীগ, ৫নং বরমা ইউনিয়ন পরিষদ, এ কে এম আব্দুল মন্নান স্মৃতি সংসদ ও স্বেচ্ছাসেবক লীগ। সংগঠন সমুহের পক্ষ থেকে মাইগাতা কাজীবাড়িস্থ মরহুম নেতার কবরে পৃথক পৃথকভাবে পুষ্পস্তবক অর্পন করে শ্রদ্ধা নিবেদন করা হয়। তাছাড়া কর্মসুচির মধ্যে ছিল খতমে কোরআন, দোয়া মাহফিল, স্মারক আলোচনা সভা, মাস্ক ও তবারুক বিতরণ। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মফিজুর রহমান। তিনি বলেছেন, এ কে এম আবদুল মন্নান জাতির জন্য অনুকরণীয় ব্যক্তিত্ব। মানবতার কল্যাণে তিনি আজীবন কাজ করে গেছেন। জীবনের ঝুঁকি নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে তাঁরা দেশ স্বাধীন করেছিলেন বলে আমরা আজ মুক্ত বাঙালি। কেউ কেউ মন্ত্রী, এমপি, রাজনীতিক কিংবা বড় অফিসার, তিনি চেষ্টা করলে সম্পদের পাহাড় গড়তে পারতেন, তা না করে তিনি মানবতার কল্যাণে জীবন উৎসর্গ করেছেন। ৭১-এ পুড়িয়ে দেওয়া তাঁর বাড়িটি সরকারিভাবে নির্মাণ করা আজ সময়ের দাবি। বরমা ডিগ্রি কলেজ মিলনায়তনে এ্যাডভোকেট এস এম ওসমানের সভাপতিত্বে এবং এ কে এম আবদুল মন্নান স্মৃতি সংসদের সভাপতি সৈয়দ শিবলী ছাদেক কফিলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন বরমা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবু আহমেদ চৌধুরী জুনু, মরহুমের পুত্র এ এইচ এম খোরশেদুল আলম সেলিম, চন্দনাইশ উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি বলরাম চক্রবর্তী, বরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবুল মনচুর মো. হাবীব, চন্দনাইশ উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মো. সেলিম হোসেন, অধ্যাপক আনিসুল মালেক, বরমা ত্রাহিমেনকা উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আনোয়ারুল ইসলাম ও আলহাজ্ব জামাল উদ্দীন তালুকদার। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধবাঁশখালীর চাঁদপুর মাদ্রাসার বার্ষিক সভা আজ
পরবর্তী নিবন্ধমাস্ক না পরায় নিউ মার্কেট এলাকায় ১৬ জনকে জরিমানা