মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবিতে স্মারকলিপি

| বৃহস্পতিবার , ২৪ মার্চ, ২০২২ at ৯:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রামে মাধ্যমিক শিক্ষা জাতীয়করণসহ বেসরকারি শিক্ষক-কর্মচারীদের ১১ দফা দাবিতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি (বিটিএ)। এ উপলক্ষে গতকাল বুধবার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। নগরীর আন্দরকিল্লা চত্বরে মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক সমিতি চট্টগ্রাম আঞ্চলিক শাখার সভাপতি সৈয়দ লকিতুল্লাহ।
বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রণজিৎ কুমার নাথ, চট্টগ্রাম আঞ্চলিক শাখার সাধারণ সম্পাদক অঞ্চল চৌধুরী, মহানগর সভাপতি নুরুল হক সিদ্দিকী ও সাধারণ সম্পাদক প্রদীপ কানুনগো, তাপস চক্রবর্ত্তী, মোহাম্মদ জাকের হোসেন। শিমুল মহাজনের সঞ্চালনায় উপজেলা ও থানা নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন ফিরোজ চৌধুরী, মো. এহসান, অজিত ধর, সৈয়দ আহসান উদ্দীন, মো. আলী, কাঞ্চন বিশ্বাস প্রমুখ। সভায় বক্তারা মুজিববর্ষে ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের মাধ্যমিক শিক্ষা জাতীয়করণের দাবি জানান। জাতীয়করণ চূড়ান্ত না হওয়া পর্যন্ত পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদানসহ ১১ দফা দাবি পূরণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন।
মানববন্ধন শেষে নগরীতে বিক্ষোভ মিছিল করেন শিক্ষকবৃন্দ। মিছিল শেষে নেতৃবৃন্দ চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মু. মাহমুদ উল্লাহ মারুফ স্মারকলিপি গ্রহণ করেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধপটিয়ার কেলিশহর স্কুলে চিত্রাঙ্কন প্রতিযোগিতা
পরবর্তী নিবন্ধপল্লীকবি জসীম উদ্‌দীনকে স্মরণ