মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার

হাটহাজারীতে অনুষ্ঠানে এম এ সালাম

| সোমবার , ৮ ফেব্রুয়ারি, ২০২১ at ৮:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান ও উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম বলেন, বর্তমান সরকার মাদরাসা শিক্ষার উন্নয়নে কাজ করে যাচ্ছে। শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর পরই মাদরাসা ও এতিমখানা উন্নয়নে কাজ শুরু করেন। পাশাপাশি মাদরাসার এতিম ছাত্র-ছাত্রীদের শিক্ষা বৃত্তি চালু করেন।
হাটহাজারী উপজেলার জেলা পরিষদ ডাক বাংলো হলে জেলা পরিষদের পক্ষে এতিমখানার প্রতিনিধি ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের হাতে কম্বল, মাস্ক ও স্যানিটাইজার হস্তান্তরকালে তিনি এসব কথা বলেন। এলাকার এতিমখানার ছাত্রছাত্রীদের মাঝে এসব সামগ্রী বিতরণ করা হবে। এসময় উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাব্বির ইকবাল, সচিব মো. রবিউল হাসান, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোহাম্মদ আলী, চেয়ারম্যান সরওয়ার মোর্শেদ তালুকদার প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচান্দগাঁওয়ে ট্রাকের ধাক্কায় বাইক আরোহীর মৃত্যু
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও ৮০ জন