ভেটারেন ফুটবল টুর্নামেন্ট কাল শুরু

| সোমবার , ২৬ অক্টোবর, ২০২০ at ৭:০৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জার্নালিস্টস স্পোর্টস ক্লাব (সিজেএসসি) আয়োজিত কে এম এজেন্সি ভেটারেন (চল্লিশোর্ধ) ফুটবল টুর্নামেন্ট কাল মঙ্গলবার বিকেল ৩ টায় এম এ আজিজ স্টেডিয়ামে শুরু হচ্ছে। প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিজেকেএস সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলহাজ আলী আব্বাস ও টুর্নামেন্টের স্পন্সর কে এম এজেন্সির স্বত্বাধিকারী, সাবেক কৃতি ফুটবলার মো. মসিউল আলম স্বপন। এবারের টুর্নামেন্টে ৯টি দল অংশ নিচ্ছে। গতকাল টিম প্রতিনিধি সভায় প্রকাশ্য লটারির মাধ্যমে ৯ দলকে তিন গ্রুপে ভাগ করা হয়। ‘ক’ গ্রুপে রয়েছে আগ্রাবাদ প্রভাত ক্লাব, চট্টগ্রাম মাস্টার্স ক্লাব ও সিএস স্পোর্টস, ‘বি’ গ্রুপে রয়েছে চান্দগাঁও খেলোয়াড় সমিতি, চকবাজার স্পোর্টিং ক্লাব ও ভোরের সাথী এবং ‘সি’ গ্রুপে রয়েছে মর্নিং ফিটনেস জোন, টুয়েন্টি ইভেন্টস গ্রুপ ও ইউসুফ বলী স্মৃতি সংসদ। উদ্বোধনী ম্যাচে শিরোপাধারী আগ্রাবাদ প্রভাত ক্লাবের প্রতিপক্ষ সিএস স্পোর্টস এবং পরের ম্যাচে মুখোমুখি হবে চকবাজার স্পোর্টং ক্লাব ও ভোরের সাথী। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান দেবাশীষ বড়ুয়া দেবুর সভাপতিত্বে এবং সদস্য সচিব সাইফুল্লাহ্‌ চৌধুরীর সঞ্চালনায় টিম প্রতিনিধি সভায় অন্যদের মাঝে উপস্থিত ছিলেন কমিটির সদস্য এ জেড এম হায়দার, জাকির হোসেন লুলু, সুলতান মাহমুদ সেলিম প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসিনেট প্যানেলে সাক্ষ্য দেবেন ফেসবুক টুইটার প্রধান
পরবর্তী নিবন্ধফুটবলারদের ফিটনেস নিয়ে অসন্তুষ্ট নন সহকারী কোচ