ভবিষ্যৎ প্রজন্মকে মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতি সম্পর্কে জানাতে হবে

সীতাকুণ্ডে উন্নয়ন প্রকল্প পরিদর্শনে এম এ সালাম

সীতাকুণ্ড প্রতিনিধি | রবিবার , ৮ নভেম্বর, ২০২০ at ৬:১১ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে জেলা পরিষদের অর্থায়নে বিভিন্ন প্রকল্প পরিদর্শন ও উদ্বোধন করেছেন চট্টগ্রাম জেলা পরিষদ চেয়ারম্যান মো. আবদুস সালাম। প্রকল্প সমূহের মধ্যে রয়েছে- সোনাইছড়ির মুকিম আফজাল সড়ক, মুন্সী সাদেক আলী চৌধুরী বাড়ি সড়ক, কুমিরা ইউনিয়নের কাজী বাড়ি সড়ক, স্মৃতি-৭১ ও কুমিরা ফেরীঘাট, বাঁশবাড়িয়ার মুক্তিযোদ্ধা আবুল কালাম সড়ক, বাঁশবাড়িয়া-সন্দ্বীপ ফেরীঘাট ও বাড়বকুণ্ডের মুক্তিযুদ্ধ স্মৃতিসৌধ।
গতকাল প্রকল্প পরিদর্শন ও উদ্বোধনকালে জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম যাতে মুক্তিযুদ্ধ ও বাঙালি সংস্কৃতি লালন করে সেজন্য চট্টগ্রাম জেলা পরিষদ মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভ, বৈধ্যভূমি ও শহীদ মিনার নির্মাণে সচেষ্ট রয়েছে।
এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য আ ম ম দিলসাদ, প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সাব্বির ইকবাল, সচিব রবিউল হুসাইন, প্রকৌশলী মেসবাউল আলম, সিনিয়র সহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম ও সংশ্লিষ্ট ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

পূর্ববর্তী নিবন্ধগণফোরাম মহানগর উত্তর ও দক্ষিণ জেলার যৌথ সভা
পরবর্তী নিবন্ধকিশোরের ব্যাগে ৪০ হাজার ইয়াবা