ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে সৌদি আরব

চীনের সহায়তা

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:২১ পূর্বাহ্ণ

চীনের সহায়তা নিয়ে সৌদি আরব নিজেরাই ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে বলে অনুমান করছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো। খবর বিডিনিউজের।
তাদের অনুমান সঠিক হলে তা মধ্যপ্রাচ্যে ক্ষমতার ভারসাম্যে বড় ধরনের পরিবর্তন আনবে এবং ইরানের পারমাণবিক শক্তিধর হওয়ার উচ্চাকাঙ্ক্ষা রোধে জো বাইডেন প্রশাসনের প্রচেষ্টাকে জটিলতার দিকে ঠেলে দেবে বলে আশঙ্কা বিশ্লেষকদের। সৌদি আরব চীনের কাছ থেকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কিনেছে বলে আগে শোনা গেলেও নিজেরা এই ধরনের অস্ত্র বানাতে সক্ষম ছিল না, এখন তারা ওই দুর্বলতা কাটিয়ে ওঠার চেষ্টা করছে বলে সমপ্রতি পাওয়া গোয়েন্দা তথ্যের সঙ্গে পরিচিত তিনটি সূত্র সিএনএনকে জানিয়েছে। মার্কিন এ সংবাদমাধ্যমের হাতে আসা উপগ্রহের ছবিতেও সৌদি আরব অন্তত একটি স্থাপনায় ক্ষেপণাস্ত্র বানানোর কাজ করছে-এমন ইঙ্গিত মিলেছে। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলসহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদেরকে সামপ্রতিক মাসগুলোতে চীন ও সৌদি আরবের মধ্যে একাধিকবার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রযুক্তির লেনদেনের বিষয়টি জানানো হয়েছে বলে সর্বশেষ মূল্যায়ন সম্বন্ধে অবগত দুটি সূত্র জানিয়েছে। ইরান ও সৌদি আরব একে অপরের ঘোর শত্রু। রিয়াদ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বানাচ্ছে জানতে পারলে তেহরানও আর এ ধরনের ক্ষেপণাস্ত্র বানানো বন্ধ করবে না, যা ইরানকে বশে রাখতে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে।

পূর্ববর্তী নিবন্ধবাস হিসাবে রাস্তায়, ট্রেন হিসাবে রেললাইনে
পরবর্তী নিবন্ধখোরশেদ আহম্মদ স্মৃতি সংসদ ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ সম্পন্ন