ব্যতিক্রমধর্মী এক উদ্যোক্তা মেলা ‘ওয়ান্ডার ওমেন’

আজাদী প্রতিবেদন | রবিবার , ৩ মার্চ, ২০২৪ at ৭:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ দাউদ ই বোহরা সম্প্রদায়ের মহিলা উদ্যোক্তাদের অনুপ্রেরণা এবং তাদের ব্যবসা সম্প্রসারণে সহযোগিতাকল্পে গতকাল নগরীর ফ্রোবেল প্লে স্কুলের পাঁচলাইশস্থ ক্যাম্পাসে ‘ওয়ান্ডার ওমেন’ নামক ব্যতিক্রমধর্মী এক উদ্যোক্তা মেলার আয়োজন করা হয়। আনজুমানে তাহেরী ট্রাস্টের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শিরীণ আখতার, ইউনিসেফ চট্টগ্রামের প্রধান কর্মকর্তা মাধুরী ব্যানার্জী, চট্টগ্রাম জোনটা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন ও জলবায়ু পরিবর্তন ও মানবাধিকার কমিটির সদস্য দিলরুবা আহমেদ এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্সের সহ সভাপতি খালেদা আওয়াল।

দাউদ ই বোহরা সম্প্রদায় চট্টগ্রামের প্রধান শেখ মানসুর র‌্যাংঙ্গুনওয়ালা মেলার উদ্বোধন করেন। এরপর দাউদ ই বোহরা সম্প্রদায়ের ইতিহাস, অগ্রযাত্রা এবং বিভিন্ন সময়ে তাদের উন্নয়ন ও সেবামূলক কর্মকাণ্ডসমূহ ভিডিওর মাধ্যমে অতিথিদের সম্মুখে উপস্থাপিত হয়। উদ্যোক্তাদের ব্যতিক্রমধর্মী খাবার, বুটিকস, মেহেদী আর্ট ও হ্যান্ডিক্রাফটসের পসরাসমূহ পরিদর্শনের জন্য দর্শনার্থীদের পদচারণায় মেলা প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে।

নারী জাগরণ, স্বাবলম্বন ও তাদের দক্ষতা উন্নয়নের এমন সুযোগ প্রদানে অতিথি ও দর্শনার্থীরা আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।

এসময় প্রধান অতিথির বক্তব্যে এমপি খাদিজাতুল আনোয়ার সনি বলেন, আমাদের সমাজে নারী পুরুষ সমান অধিকারের কথা বলা হলেও এখনও পিছিয়ে আছে নারীরা। এক্ষেত্রে দাউদ ই বোহরা সম্প্রদায়ের নারীরা ব্যতিক্রম। তারা যেকোনো কাজকে ভালোবাসে, মেধা ও পরিশ্রমের মাধ্যমে তাতে সাফল্য নিয়ে আসছে দ্রুততার সাথে। এখান থেকে আমাদেরও শিক্ষা নেওয়ার আছে। পরিশেষে এই আয়োজনের সফল সমাপ্তিতে ফ্রোবেল প্লে স্কুল ও ফ্রোবেল একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক ও অধ্যক্ষ হাওড়া (তেহেসীন) জোহের সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পূর্ববর্তী নিবন্ধনতুন প্রজন্মকে সাহিত্য-সংস্কৃতির ধারায় সম্পৃক্ত করতে হবে
পরবর্তী নিবন্ধরমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সব ধরনের পদক্ষেপ নিয়েছে সরকার