বোধন আবৃত্তি স্কুলে ভর্তি প্রসঙ্গে

| বৃহস্পতিবার , ১৯ জানুয়ারি, ২০২৩ at ৬:৪০ পূর্বাহ্ণ

বোধন আবৃত্তি স্কুলের ৫৯ আবর্তনে প্রশিক্ষণার্থী ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। নগরীর রাইফেল ক্লাব সংলগ্ন অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে পরিচালিত বোধনের কার্যক্রমে বড়দের ও ছোটদের আলাদা বিভাগে ভর্তি চলছে। এতে নিজস্ব সিলেবাস, প্রায়োগিক ক্লাস ও প্রশিক্ষণার্থীদের মূল্যায়নের মধ্য দিয়ে থাকছে সনদ বিতরণ।

প্রশিক্ষণে থাকবে শুদ্ধ উচ্চারণ, ছন্দ ও ভাবরস, সংবাদপাঠ, বাচনিক উৎকর্ষ, শ্রুতি নাটক, স্বরপ্রক্ষেপণ, আবৃত্তিনির্মাণ, উপস্থাপনা, টিভি রিপোর্টিং ও নন্দনতত্ত্বসহ আরো আবৃত্তিসংশ্লিষ্ট বিবিধ বিষয়ের ক্লাস।

প্রতি শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত অপর্ণাচরণ সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে এ ভর্তি কার্যক্রম চলবে। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধচবি প্রাণিবিদ্যা বিভাগের ৫০ বছর পূর্তি উৎসব কাল
পরবর্তী নিবন্ধ৮ কোটি টাকা আত্মসাৎ মামলায় পটিয়ার ব্যবসায়ীর জামিন