বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসায় কামিল প্রথম বর্ষে ছবকদান

| বৃহস্পতিবার , ১৭ নভেম্বর, ২০২২ at ৮:৩৭ পূর্বাহ্ণ

চট্টগ্রামের হাটহাজারীস্থ বুড়িশ্চর জিয়াউল উলুম মাদ্রাসায় কামিল ক্লাসে নতুন শিক্ষা বর্ষের যাত্রা শুরু হয়েছে। গতকাল বুধবার সকালে কামিল প্রথম বর্ষের হাদিস বিভাগের ছবকদান অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটিতে প্রায় ৪০ জন শিক্ষার্থীকে নিয়ে পাঠদান শুরু হয়। মাদ্রাসার অধ্যক্ষ আল্লামা এস এম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগ নেতা ও মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ ইউনুস গনি চৌধুরী। প্রভাষক আবু তাহের ফারুকীর সঞ্চালনায় ছবক প্রদান করেন ছোবহানিয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ, নেছারিয়া কামিল মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সোলায়মান শরীফ হাসানী, শায়খুল হাদিস মাওলানা মুহাম্মদ এনামুল হক সিকদার এবং মুফাসিসর মাওলানা গাজি শফিউল আলম নিজামী।
বক্তব্য দেন মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ আবুল কালাম, সদস্য মুহাম্মদ আবুল হাশেম, বুড়িশ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদ হোসাইন, উপাধ্যক্ষ সৈয়দ মুহাম্মদ নুরুল আমিন, মাওলানা জাকের আহমদ সিদ্দিকী, মাওলানা মুহাম্মদ আবদুল খালেক শাওকী, মাওলানা মুহাম্মদ শোয়াইব রেজা, মাওলানা মুহাম্মদ মুজিবুল হক, মাওলানা মুহাম্মদ আবু তৈয়ব চৌধুরী, মাওলানা সৈয়দ মোহাম্মদ আবু তাহের, মাওলানা ক্বারী মোহাম্মদ আবু তাহের, শেখ মুহাম্মদ ফয়েজ উল্লাহ, আ ন ম মনজুর হায়দার সিদ্দিকী, ইলিয়াছ মুহাম্মদ শোয়াইব, মনজুরল কাদের, জমির হোসাইন কাদেরী, নাছির উদ্দিন, তোফাজ্জল হোসাইন, রুহুল কাদের চৌধুরী। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধরেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষিত করে তুলতে হবে
পরবর্তী নিবন্ধশেখ হাসিনার জনসভা সফল করতে দেওয়ান বাজারে আওয়ামী লীগের প্রস্তুতি