বিশ্ব আবহাওয়া দিবস আজ

আজাদী প্রতিবেদন | মঙ্গলবার , ২৩ মার্চ, ২০২১ at ৮:৪৮ পূর্বাহ্ণ

আজ বিশ্ব আবহাওয়া দিবস। বিশ্ব আবহাওয়া সংস্থা প্রতি বছর দিবসটি পালনের জন্য বাস্তব ও সময়োপযোগী একটি প্রতিপাদ্য বিষয় নির্বাচন করে থাকে। পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে সমুদ্র অন্যতম প্রধান চালিকাশক্তি এবং বিশ্বব্যাপি মানবসৃষ্ট বিভিন্ন কর্মকান্ডের ফলে উৎপন্ন অতিরিক্ত তাপ প্রশমনে এবং সামুদ্রিক ঝড় ও জলোচ্ছ্বাসসহ দৈনন্দিন আবহাওয়াতে সমুদ্রের প্রভাবের বিষয়টি বিবেচনায় রেখে এবারের প্রতিপাদ্য বিষয়টিতে সমুদ্রকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘সমুদ্র, আমাদের জলবায়ু ও আবহাওয়া’।
জনসাধারণকে আবহাওয়া ও জলবায়ু বিষয়ে সম্যক ধারণা প্রদানের লক্ষ্যে ১৯৫১ সাল থেকে দিনটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়ে আসছে। বাংলাদেশসহ বিশ্ব আবহাওয়া সংস্থার ১৯১ টি সদস্য দেশ ও স্বায়ত্তশাসিত অঞ্চলসমূহ প্রতি বছর আবহাওয়া ও জলবায়ুর গুরুত্বকে তুলে ধরার লক্ষ্যে বিশেষ মর্যাদায় ২৩ মার্চ বিশ্ব আবহাওয়া দিবস পালন করে আসছে। চট্টগ্রাম আবহাওয়া ও ভূ-প্রাকৃতিক কেন্দ্রের উপ-পরিচালক সৈয়দ আবুল হাসানাৎ জানান, ‘বিশ্ব আবহাওয়া দিবস উপলক্ষ্যে চট্টগ্রামে সেমিনার, বিশেষ আলোচনা সভা ও রেডিওতে বিশেষ বেতার কথিকা প্রচারের

পূর্ববর্তী নিবন্ধদারিদ্র্য বিমোচনে অবদান রাখছে মাইজভাণ্ডারী ট্রাস্ট
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে মাদক বিক্রিতে বাধা, দুই যুবককে জখম