বিভিন্ন স্থানে শীতবস্ত্র বিতরণ

| রবিবার , ২৬ ডিসেম্বর, ২০২১ at ৫:৩০ পূর্বাহ্ণ

দুর্মর বাংলাদেশ : বাঙালির গৌরব ও অহংকার, বিজয়ের সুবর্ণ জয়ন্তী স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে চট্টগ্রামের মানবিক সংগঠন দুর্মর বাংলাদেশের উদ্যোগে আলোচনা সভা ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার ওয়ার্লেস ঝাউতলা কলোনি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এস এম আনিসুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী। প্রধান বক্তা ছিলেন কাজী হুমায়ুন কবির। উদ্বোধক ছিলেন ডা. বিদ্যুৎ বড়ুয়া। বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ শ্যামল কান্তি মজুমদার, মো. সাইদুল ইসলাম, মো. রিদোয়ান ফারুক, এডভোকেট শফিকুল হুদা, মুহা. মহসিন। বক্ততারা সমাজের সাম্য ও মানবাধিকার প্রতিষ্ঠায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। এছাড়াও উপস্থিত ছিলেন মুহা. শওকত, আব্দুস ছাত্তার, সাকিব, নিয়াজ প্রমুখ।
স্বপ্নসারথি : স্বপ্নসারথি সামাজিক সংগঠনের ১ম বর্ষপূর্তি উপলক্ষে অসহায় ও দুস্থদের মাঝে সীতাকুণ্ডে শপিং মল সিকিউর সিটিতে গতকাল শনিবার বিকালে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। সীতাকুণ্ড পৌরসভার ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলে এলাহি পায়েল, লিটন কুমার চৌধুরী, কামরুল আলম, সংগঠনের সভাপতি নাহিদ চৌধুরী, সদস্য সরোয়ার জাহান, ইকবাল হোসাইন আবির, মনির হোসাইন, ইমন হোসেন, তাবাসসুম ইউসুফ প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধশিল্পকলায় ‘সারারাত্রি’
পরবর্তী নিবন্ধথিয়েটার এগেইনস্ট করোনা সমীকরণের ‘স্বাধীনতার একাল-সেকাল’ মঞ্চস্থ