বিভিন্ন স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

| বুধবার , ২২ মার্চ, ২০২৩ at ৫:৩০ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ার সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়

রাঙ্গুনিয়া প্রতিনিধি : রাঙ্গুনিয়ার পারুয়া ইউনিয়নের সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠান বিদ্যালয় মাঠে গত ১৯ মার্চ অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা পর্ষদ সভাপতি লোকমান হোসেন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার। স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নেছার উদ্দীন চৌধুরী। শিক্ষক মো. নিজাম উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পারুয়া ইউপি চেয়ারম্যান মো. একতেহার হোসেন, জাহেদুর রহমান তালুকদার, নুরুল আজিম তালুকদার, ইসমাইল হোসেন তালুকদার, মো. ইলিয়াছ তালুকদার, ইসমাইল হোসেন, রেজাউল করিম, সামশুল আলম, নুর বানু বেগম, অঞ্জন কুমার দে, অরুণ কুমার বড়ুয়া প্রমুখ। শেষে সম্মাননা স্মারক ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেয়া হয়।

রাউজান উরকিরচর উচ্চ বিদ্যালয়

রাউজান প্রতিনিধি : রাউজান উরকিরচর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংষ্কৃতিক অনুষ্ঠানের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তারা তাদের বক্তব্যে বলেছেন শিক্ষার্থীদের লেখাপড়ার পাশাপাশি ক্রীড়া ও সাংষ্কৃতিক চর্চার দিকে অনুপ্রাণিত করতে হবে। গত ১৫ মার্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ। এতে প্রধান অতিথি ছিলেন টিচার্স ট্রেনিং কলেজের প্রশিক্ষক ড. সামশুদ্দিন শিশির। শিক্ষক তাজুল ইসলাম ও মেরী বিশ্বাসের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক বিলাস কান্তি দাশ। অনুষ্ঠানে সংবর্ধিত করা হয় বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক পরেশ চন্দ্র সাহা ও রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুনকে। অনুষ্ঠানে বক্তব্য রাখেন মোহাম্মদ মুছা, নুরুল আমিন, জহুল আলম, ওসমান গণি, অনোয়ারুল আজম, জসিম উদ্দিন শাহা, মোহাম্মদ বেলাল, মোহাম্মদ জাকারিয়া, শিক্ষক উত্তম কুমার বড়ুয়া, ইউপি সদস্য ফাতেমা খাতুন প্রমুখ। পরে প্রতিযোগিতায় অংশ নেয়া বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।

রেইনবো গ্রামার স্কুল

আনোয়ারা ছত্তারহাট রেইনবো গ্রামার স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা স্কুল মাঠে সম্পন্ন হয়েছে। স্কুলের পরিচালক আল হাসান মনজুরের সঞ্চালনায় ও এম এ সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ রাবার গার্ডেন ওনার্স এসোসিয়েশনের মহাসচিব মোহাম্মদ সাইফ উল্যাহ মনসুর। উদ্বোধক ছিলেন সিজেকেএস কার্যনির্বাহী সদস্য মো. নাসির মিয়া। বিশেষ অতিথি ছিলেন সিজেকেএস হকি কমিটির সম্পাদক লুৎফুল করিম সোহেল, এম এ মালেক, রুবেল কুমার দে,আফরোজা সুলতানা, আব্দুর রহিম,মিঠু প্রমুখ। ৩শ শিক্ষার্থীদের মধ্যে ২৫ ইভেন্টে খেলাধুলা হয়। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ীদের মধ্যে মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট তুলে দেন।

হাটহাজারীর মেখল আদর্শ

উচ্চ বিদ্যালয়

হাটহাজারী প্রতিনিধি : হাটহাজারীর মেখল আদর্শ উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান গতকাল অনুষ্ঠিত হয়। বিদ্যালয় পরিচালনা পর্ষদ’র সভাপতি এ্যাডভোকেট মোহাম্মদ মহিবুল্লাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হাটহাজারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. মাইনুদ্দিন মজুমদার। সিনিয়র শিক্ষক স্বপ্না শীল ও এস এ হুমায়ুনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক দিপু কুমার চক্রবর্তী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ৮নং মেখল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সালাউদ্দিন চৌধুরী ও সমাজকর্মী মো. সরওয়ার মোর্শেদ। এছাড়াও বক্তব্য রাখেন পরিচালনা পর্ষদ’র সদস্যবর্গ, সহকারী প্রধান শিক্ষক রতন কুমার নাথ, শ্রেণি শিক্ষক নারায়ন চন্দ্র দাশ।

পূর্ববর্তী নিবন্ধএবিএম মহিউদ্দিন চৌধুরী স্মৃতি সংসদ আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে সম্পন্ন
পরবর্তী নিবন্ধরাফি স্মৃতি ক্রিকেট লিগ কাল শুরু